পাকিস্তানে মর্মান্তিক দুর্ঘটনা। অন্তত ১৭জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। দক্ষিণপশ্চিম পাকিস্তানের ঘটনা। অন্তত ৪১জন এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন। এএফপির রিপোর্টে উল্লেখ করা হয়েছে বুধবার রাত ১০টা নাগাদ একটি মাজারের দিকে যাচ্ছিল ট্রাকটি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ওই ট্রাকটি উল্টে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল অন্তত ১৩ জন ধর্মীয় তীর্থযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। পরে মৃত ও আহতের সংখ্য়া ক্রমেই বাড়তে থাকে।
পুলিশ জানিয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী ট্রাকটি দ্রুতগতিতে একটি মাজারে যাওয়ার সময় পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের হাব সিটিতে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
এদিকে মাজারের কাছে চলে গিয়েছিল ট্রাকটি। কিন্তু অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি চালাচ্ছিল চালক। এমন সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এরপর অনেকেই ছিটকে পড়ে যান। মনে করা হচ্ছে চালক ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আহত কয়েকজনকে করাচির হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ২০২৩ সালের জানুয়ারি মাসেও এই ধরনের ঘটনা হয়েছিল। সেই সময় অন্তত ৪১জনের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়।