নকশাল এবং তাদের মতাদর্শ দেশের উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা তৈরি করছে। এমনই দাবি করে নকশালদের নির্মূল করতে আদিবাসী যুবকদের প্রধান ভূমিকা পালন করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের (টিওয়াইইপি) অধীনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আদিবাসী যুবকদের এ বিষয়ে আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: অমিত শাহের ‘রাম মন্দির’ উদ্বোধনকে ‘শিক্ষা নেই, সংস্কৃতি নেই’ বলে কটাক্ষ মমতার
অমিত শাহ বলেন, ‘বামপন্থী চরমপন্থা এবং তাদের মতাদর্শ দেশের উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের বিরোধী। তারা এলাকায় মোবাইল টাওয়ার, রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা চায় না। তারা দেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করছে।’
এই অনুষ্ঠানে ২০০ জনের বেশি আদিবাসী যুবকের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, ‘হিংসা কখনওই চাকরি দিতে পারে না। মৌলিক অবকাঠামো উন্নয়ন করতে গেলে সমাজের মূল স্রোতে যুক্ত হওয়া প্রয়োজন।’ তাঁর বার্তা, দেশ থেকে বামপন্থী ও চরমপন্থা নির্মূলে আদিবাসী যুবক-যুবতীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। আদিবাসী যুবক-যুবতীদের দায়িত্ব যাতে তারা ভুল পথে না হাটে এবং অন্যদের ভুল পথে যেতে বাধা দেয়। তিনি জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য প্রচুর সুযোগ রয়েছে।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা গর্বের বিষয় যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী সম্প্রদায়ের।’ এছাড়াও আদিবাসীদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার কতটা উদ্যোগী সে বিষয়টিও তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতা সংগ্রামী আদিবাসীদের স্মরণে ২০০ কোটি টাকা খরচ করে সারা দেশে ১০টি আদিবাসী জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।’
উল্লেখ্য, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৫ বছর ধরে টিওয়াইইপি পরিচালনা করছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্র সংগঠনের মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এ বছর টিওয়াইইপি–এর আওতায় ২৫টি দলে আদিবাসী যুবকদের সারা দেশের প্রধান শহর ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি দলে ২০০ জন আদিবাসী যুবক-যুবতী থাকবে বলে জানা গিয়েছে। সরকারের প্রধান উদ্দেশ্য হল নকশালপন্থী মনোভাব থেকে তাদের দূরে রাখা।