Daily News Highlights: আজ বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘এমভি গঙ্গা বিলাস’-র যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে প্রমোদতরী ৫১ দিনে কলকাতা, বাংলাদেশকে ছুঁয়ে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত ৩,০০০ কিমি পথ অতিক্রম করবে। ওই অনুষ্ঠান থেকে হলদিয়া মাল্টি-মোডাল টার্মিনালের উদ্বোধন করেন মোদী। তারইমধ্যে নজর থাকবে উত্তরাখণ্ডের যোশীমঠের দিকে। গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনভরের খবর দেখে নিনন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
লেটে ছাড়বে হিমগিরি এক্সপ্রেস
১২৩৩১ হাওড়া থেকে জম্মু-তাওয়াই হিমগিরি এক্সপ্রেস: শুক্রবার রাত ১১ টা ২৫ মিনিটের পরিবর্তে শনিবার (ইংরেজি মতে) রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে।
লেটে ছাড়বে মুম্বই মেল
১২৩২১ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস মুম্বই মেল: শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিটের পরিবর্তে শনিবার (ইংরেজি মতে) রাত ২ টোয় হাওড়া থেকে ছাড়বে।
দেরিতে ছাড়বে হাওড়া-বিকানের এক্সপ্রেসও
২২৩০৭ হাওড়া-বিকানের এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পরে ছাড়বে। শুক্রবার রাত ১১ টা ২৫ মিনিটের পরিবর্তে শনিবার রাত (ইংরেজি মতে) ১২ টা ৩০ মিনিটে ছাড়বে।
লেটে ছাড়বে পূর্বা এক্সপ্রেস
১২৩০৩ আপ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস: সকাল আটটার পরিবর্তে দুপুর তিনটেয় হাওড়া থেকে ছাড়বে।
দেরিতে ছাড়বে হাওড়া-কালকা মেল
কুয়াশার জন্য দেরিতে এসেছে ডাউন ট্রেন। সেজন্য একগুচ্ছ দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯ টা ৫৫ মিনিটে যে ১২৩১১ হাওড়া-কালকা মেল ছাড়ার কথা ছিল, তা শনিবার (ইংরেজি মতে) রাত তিনটেয় ছাড়বে।
‘আবাসে অযোগ্যদের থেকে টাকা ফেরত করাবই’
শুভেন্দু অধিকারী: আবাসে অযোগ্যদের থেকে টাকা ফেরত করাবই।
দিল্লিতে তরুণীর নারকীয় মৃত্য়ুর ঘটনায় ১১ পুলিশকে সাসপেন্ড
দিল্লি পুলিশ: সুলতানপুরীতে তরুণীর মৃত্যুর ঘটনায় রোহিণী জেলার ১১ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে যুবতীকে গাড়িতে টেনেহিঁচড়ে সাত কিমি নিয়ে যায় একদল ‘মত্ত’ যুবক। পরে তাঁর নগ্ন দেহ উদ্ধার করা হয়। মৃত্যু হয় ২০ বছরের ওই মহিলার। সেই ঘটনার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল।
বায়ুঘাঁটিতে ‘ছবি-ভিডিয়ো’, অ্যালায়েন্সের পাইলটকে আটক করে রাখল বায়ুসেনা
সংবাদসংস্থা এএনআই: রাজস্থানের একটি বায়ুসেনা ঘাঁটিতে অ্যালায়েন্স এয়ারের এক পাইলটকে কয়েক ঘণ্টার জন্য আটক করে রেখেছিল ভারতীয় বায়ুসেনা। কারণ তিনি ছবি তুলেছিলেন এবং ভিডিয়ো করছিলেন বলে অভিযোগ উঠেছে। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই পাইলটকে বসিয়ে দেওয়া হয়েছে।
ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে কানমলা খেল রাজ্য
ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে গত ২ ডিসেম্বর রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জেলাশাসকের তত্ত্বাবধানে ১৬ জানুয়ারি চেয়ারম্যান নির্বাচন হবে।
মমতার কর্মসূচিতে ‘সুরক্ষাকবচ’ পাচ্ছেন না TMC নেতারাই! বিক্ষোভের মুখে শতাব্দী
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রামপুরহাটে বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল মেলেরডাঙা থেকে রামপুরহাটের রাস্তা। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, চলবে ৬ এপ্রিল পর্যন্ত
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী: আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।
অভিষেকের কেন্দ্রেই তৃণমূলের বিবাদ প্রকাশ্যে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের বিবাদ প্রকাশ্যে। 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি নিয়ে বিবাদ। ডায়মন্ড হারবারারের বিধায়ক পান্নালাল হালদারের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলকর্মীদের একাংশে। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি, তাঁদের বাদ দিয়েই দিদির সুরক্ষাকবচ কর্মসূচি হয়েছে।
কাঁকসায় শুরু দিদির সুরক্ষাকবচ কর্মসূচি
শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ কাঁকসার পানাগড়ের গুরুদোয়ারাতে পুজো দিয়ে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ঘমানের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য-সহ তৃণমূল নেতারা অংশ নেন এই কর্মসূচিতে। কোনও মানুষের কোনও সমস্যা হচ্ছে কিনা, সেই সব খতিয়ে দেখা হবে বলেও জানান।
অচলাবস্থা জারি বিচারপতি মান্থার এজলাসে, অধিকাংশ মামলায় অনুপস্থিত সরকারি আইনজীবীরা
বিক্ষোভ উঠলেও এখনও অচলাবস্থা জারি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এখনও পর্যন্ত ৪০ টি মামলার শুনানিতে সরকারি আইনজীবীরা অনুপস্থিত আছেন। ফলে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, সরকারি আইনজীবীদের অনুপস্থিত থাকা নিয়ে কোনও নির্দেশ আসেনি।
যাত্রা শুরু বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘এমভি গঙ্গা বিলাস’-র
সবুজ পতাকা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রা শুরু বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘এমভি গঙ্গা বিলাস’-র।
‘এমভি গঙ্গা বিলাস’-র উদ্বোধন মোদীর
আজ বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘এমভি গঙ্গা বিলাস’-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে প্রমোদতরী ৫১ দিনে কলকাতা, বাংলাদেশকে ছুঁয়ে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত ৩,২০০ কিমি পথ অতিক্রম করবে।
হলদিয়া মাল্টি-মোডাল টার্মিনালের উদ্বোধন মোদীর
ভার্চুয়ালি হলদিয়া মাল্টি-মোডাল টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলছে বিশ্বের সবথেকে বড় নদী ক্রুজ গঙ্গা বিলাসের উদ্বোধনী অনুষ্ঠান
বিশ্বের সবথেকে বড় নদী ক্রুজ গঙ্গা বিলাসের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। ভার্চুয়ালি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই।
শিরডিগামী সাইবাবা ভক্তদের বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নাসিকে মৃত ১০
নাসিক পুলিশ: নাসিক-শিরডি হাইওয়েতে বাস দুর্ঘটনা। ১০ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা হয়। বাসে সাইবাবার ভক্তরা ছিলেন।
দেরিতে ছাড়বে শিয়ালদা-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস।
দেরি করেছে ডাউন ট্রেন। সেজন্য আজ দেরিতে ছাড়বে আপ ১২৩৭০ শিয়ালদা-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। দুপুর ১ টা ১০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টায় ছাড়বে।
গোপনীয় নথি নিয়ে অবহেলা? বাইডেনের বিরুদ্ধে তদন্ত করবে নিজের প্রশাসনই
নিজের বাসভবন এবং পুরনো কার্যালয়ে ঠিকভাবে গোপনীয় নথি না রাখার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডেনের বাড়ির তালাবন্ধ থাকা গ্যারেজ এবং সংলগ্ন গাড়ি থেকে কয়েকটি নথি মিলেছে।
আজ কোন কোন ট্রেন বাতিল?
শুক্রবার পুরো ভারতে ৩০৭ টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, শিয়ালদা থেকেও একাধিক ট্রেন বাতিল আছে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তা দেখে নিন এখানে ক্লিক করে।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রিতে ঠেকেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। মূলত আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।
যোশীমঠে চলছে ২ হোটেল ভাঙার কাজ
আজ নজর থাকবে উত্তরাখণ্ডের যোশীমঠের দিকেও। যেখানে দুটি হোটেল ভাঙার কাজ চলছে। তারইমধ্যে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে।
কলকাতা হয়ে বারাণসী-ডিব্রুগড় - আজ দীর্ঘতম নদী ক্রুজের উদ্বোধনে মোদী
আজ বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ ‘এমভি গঙ্গা বিলাস’-র যাত্রা সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে প্রমোদতরী ৫১ দিনে কলকাতা, বাংলাদেশকে ছুঁয়ে বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত ৩,০০০ কিমি পথ অতিক্রম করবে। ওই অনুষ্ঠান থেকে হলদিয়া মাল্টি-মোডাল টার্মিনালের উদ্বোধন করবেন মোদী।