সম্প্রতি দিল্লির একটি পিজি হোস্টেলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সেই ভিডিয়োতে ধরা পড়ল এক বিভীষিকাময় ঘটনা। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একজন নিরাপত্তারক্ষী নেশাগ্রস্ত অবস্থায় হোস্টেলের মেয়েদের মারধর ও শ্লীলতাহানি করছে। ভিডিয়োতে মেয়েদের হোস্টেলের করিডোরে দৌড়াতে দেখা যায়। দেখা যায়, যখন মেয়েরা পালাচ্ছিলেন সেই সময় নিরাপত্তারক্ষী তাঁদের হাতছানি দিয়ে টেনে নিতে যাচ্ছিল। (আরও পড়ুন: নড়ে গিয়েছে আস্থা! ‘আমাকে বাঁচতে দিন’, ধর্ষকদের মুক্তির পর আর্তি বিলকিসের)
জানা গিয়েছে, মধ্য দিল্লির করোলবাগ এলাকায় একটি পিজি হোস্টেলের ক্যামেরায় ধরা পড়ে এই ভয়ঙ্কর ঘটনা। ভিডিয়োটি শেয়ার করে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল বলেছেন যে টুইটারের মাধ্যমে এই ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গিয়েছে এবং পুলিশকে একটি নোটিশ জারি করা হয়েছে। তিনি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন পুলিশকে।
জানা গিয়েছে, ঘটনাটি গত ১৩ অগস্ট করোলবাগ এলাকায় অবস্থিত গোল্ডস ভিলা পিজিতে ঘটে। ঘটনার পর নির্যাতিতারা ১৪ অগস্ট পিজি খালি করে দেন। ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযোগকারী এই ঘটনার প্রেক্ষিতে কোনও বিবৃতি দিতে চান না। তাই আইনজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। আইনি মতামত এবং ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর নথিভুক্ত করছে। তদন্ত শুরু হয়েছে।’