এবার থেকে গ্যাসের সিলিন্ডার কিনতে পাওয়া যাবে রেশন দোকানেই। বাজেটের প্রাক্কালে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বাজেট পেশের সময়ই এই সংক্রান্ত ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত দুই দিন ধরে দিল্লিতে বৈঠক হচ্ছিল দেশের বিভিন্ন রাজ্যের রেশন ডিলারদের প্রতিনিধি ও কেন্দ্রের। দিল্লির বঙ্গ ভবনে অনুষ্ঠইত এই বৈঠকে কেন্দ্রের তরফে ছিলেন খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে, কেন্দ্রীয় সরকারের শীর্ষ আর্থিক উপদেষ্টা সহ আরও অনেক উচ্চ পদস্থ আধিকারিক। সেই বৈঠকেই এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
রেশন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে দীর্ঘদিন ধরেই নাকি দাবি তুলে এসেছিলেন ডিলারদের একাংশ। প্রাথমিক ভাবে কেন্দ্রের তরফেও ঘওষণা করা হয়েছিল যে ভর্তুকি বিহীন রান্নার গ্যাস রেশন দোকান থেকে দেওয়া হবে। তবে শুধুমাত্র ভর্তুকি বিহীন সিলিন্ডার বিক্রিতে রাজি ছিলেন না রেশন ডিলাররা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারও মিলবে রেশন দোকান থেকেই।
কেন্দ্র-ডিলার বৈঠক শেষে শুক্রবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানায় যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেশনে পাঁচ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। তবে রেশনের দোকানে সিলিন্ডার মিললেও তাতে আম জনতার জন্য কোনও বাড়তি স্বস্তির খবর নেই। কারণ রান্নার গ্যাসের দাম নির্ধারণ করবে উত্পাদনকারী সংস্থারাই।