বিচার বিভাগকে কোনও ভাবে, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে আইনের শাসন স্থাপন করার বিষয়টি অলীক হয়ে দাঁড়াবে। বুধবার এমনই মন্তব্য করেন দেশের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। বুধবার ১২তম বিচারপতি পিডি দেশাই মেমোরিয়াল লেকচারে 'আইনের শাসন' শীর্ষক বক্তৃতা দেওয়ার সময়ে দেশের আইন ব্যবস্থাকে স্বতন্ত্র রাখার বার্তা দেন প্রধান বিচারপতি।
নিজের বক্তৃতায় এনভি রামানা বলেন, 'বিচার বিভাগকে যদি সরকারের কাজ বা ক্ষমতার উপর নজরদারি চালাতে হয় তাহলে সেটিকে পুরোপুরি স্বতন্ত্র রাখতে হবে। বিচার বিভাগকে কোনও ভাবে, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, আইনসভা বা নির্বাহী আধিকারিকদের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না। নয়ত আইনের শাসন স্থাপন করার বিষয়টি মিথ্যে হবে।'
পাশাপাশি এনভি রামানা আরও বলেন, 'বিচারকদেরও উচিত নয় যে মানুষের আবেগে ভেসে কোনও মামলার রায় দেওয়া। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেকে নিজেদের মতামত জানি দেয়। সেই মতামতের ভারে যাতে কোনও বিচারক বা বিচারপতি প্রভাবিত না হন। নয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনেকটা শক্তিশালী। এর দ্বারা যেকোনও ঘটনা অনেক বেশি ফুলিয়ে ফাপিয়ে তোলা যেতে পারে। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কীভাবে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে, তা নজরে রাখতে হবে।'