বাংলা নিউজ > ঘরে বাইরে > Daily News Highlights: উড়ানের ঠিক আগে পুণেগামী স্পাইসজেট বিমানে বোমাতঙ্ক, দিল্লিতে তল্লাশি
স্পাইসজেট। (ছবিটি প্রতীকী) (MINT_PRINT)

Daily News Highlights: উড়ানের ঠিক আগে পুণেগামী স্পাইসজেট বিমানে বোমাতঙ্ক, দিল্লিতে তল্লাশি

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বহু রাজনৈতিক নেতার। এছাড়াও দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের হাইলাইটস জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী পালন হল। এই আবহে রাজ্যে শুরু হবয়েছে বিবেক চেতনা উৎসব। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বহু রাজনৈতিক নেতার। এছাড়াও দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের হাইলাইটস জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

12 Jan 2023, 09:53:12 PM IST

দেরিতে ছাড়বে পূর্বা এক্সপ্রেস

ডাউন ট্রেন দেরিতে এসেছে। তার জেরে আগামিকাল দেরিতে ছাড়বে ১২৩০৩ আপ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস। শুক্রবার সকাল আটটায় যে ট্রেন ছাড়ার কথা ছিল, তা সন্ধ্যা ছ'টায় ছাড়বে।

12 Jan 2023, 08:44:07 PM IST

উড়ানের ঠিক আগে পুণেগামী স্পাইসজেট বিমানে বোমাতঙ্ক, দিল্লিতে তল্লাশি

দিল্লি-পুণের স্পাইসজেট বিমানে বোমাতঙ্ক। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে বিমান অবতরণের আগে উড়োফোন আসে। দিল্লি বিমানবন্দরে বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আছে পুলিশ এবং সিআইএসএফ। আপাতত সন্দেহজনক কিছু মেলেনি।

12 Jan 2023, 05:53:27 PM IST

কাশ্মীরের জোজিলায় তুষারধস, মৃত কমপক্ষে ১

কাশ্মীরের জোজিলায় তুষারধস। মৃত্যু এক শ্রমিকের। আরও কয়েকজন বরফের তলায় চাপা পড়ে থাকতে পড়ে আশঙ্কা করা হচ্ছে।

12 Jan 2023, 04:39:29 PM IST

মোদীর নিরাপত্তা বলয় লঙ্ঘন কর্ণাটকে

কর্ণাটকের হুব্বালিতে লঙ্ঘন করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বলয়।এক যুবক নিরাপত্তা বলয় লঙ্ঘন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি মালা দেন। সেই সময় গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে জনগণের অভিবাদন গ্রহণ করছিলেন মোদী। মোদী সেই মালাটিও গ্রহণ করেন। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা সেই যুবককে টেনে নিয়ে যায়।

12 Jan 2023, 04:01:58 PM IST

তৃণমূল কাউন্সিলরের হোটেলে টানা ৩১ ঘণ্টা তল্লাশি

কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুদ্দিন ববির হোটেলে ৩১ ঘণ্টা পর এখনও চলছে তল্লাশি। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় আয়কর দফতরের এই তল্লাশি। এখনও তল্লাশি শেষ হয়নি। 

12 Jan 2023, 03:50:29 PM IST

বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

12 Jan 2023, 03:17:10 PM IST

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা বাড়িয়েছে চিন: সেনা প্রধান

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় চিনা ইস্টার্ন কমান্ডের তরফে সামান্য সেনা বাড়ানো হয়েছে বলে জানালেন সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। তিনি এও জানান চিনের ওপর কড়া নজর রেখে চলেছে ভারতীয় সেনা। 

12 Jan 2023, 02:55:36 PM IST

শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব বাড়ালেন মুখ্যমন্ত্রী

রামচরিতমানস নিয়ে বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখরের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না।’

12 Jan 2023, 02:52:49 PM IST

রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করেও ক্ষমা চাইতে অস্বীকার মন্ত্রীর

রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েও ক্ষমা চাইতে অস্বীকার বিহারের শিক্ষা মন্ত্রীর। এর আগে নীতীশ সরকারের মন্ত্রী চন্দ্রশেখর বুধবার দাবি করেন, রামচরিতমানসের মতো বইগুলি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ায়। পাশাপাশি তিনি আরও বলেন, 'মনুস্মৃতি' এবং গোলওয়ালকরের 'বাঞ্চ অফ থটস' বইগুলি সামাজিক বিভাজন তৈরি করে।

12 Jan 2023, 02:50:10 PM IST

গ্রিন হাইড্রোজেন নিয়ে আশাবাদী গডকরি

নীতিন গডকরি বলেন,  আমরা গ্রিন হাইড্রোজেনে ট্রেন, বিমান, ট্রাক ও বাস চালাতে পারি। আজ ভারত এই জ্বালানির আমদানিকারক। কিন্তু ভারত শীঘ্রই সবুজ হাইড্রোজেনের রপ্তানিকারক হবে। অটোমোবাইল শিল্প যে বিকল্প জ্বালানি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করছে, তাতে আমি আনন্দিত।

12 Jan 2023, 01:42:51 PM IST

'ব্যর্থতা ঢাকতে উপত্যকায় সংখ্যালঘুদের ওপর হামলা পাকিস্তানের'

বিগত দিনে রাজৌরিতে পরপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন পণ্ডিতরা। এই নিয়ে সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে আজ বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে আমাদের প্রতিবেশী (পাকিস্তান) কাশ্মীর উপত্যকায় সংখ্যালঘুদের আক্রমণ করার চেষ্টা করেছে। এসব এলাকায় সেনা ও সিআরপিএফ তাদের উপস্থিতি বাড়িয়েছে। ঘটনার তদন্ত করছে এনআইএ।’

12 Jan 2023, 01:37:43 PM IST

গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী

বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমগরিয়া বাজারে খুন হলেন এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। মৃতের নাম দুলাল শেখ। 

12 Jan 2023, 01:27:17 PM IST

কেন এত নগদ ছিল বাড়িতে? মুখ খুললেন জাকির হোসেন

জাকির হোসেন বলেন, ব্যবসায়ীর কাছে নগদ থাকবে না? তাহলে তো ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমার ২টি বিড়ি কারখানায় ৭ হাজার কর্মী কাজ করেন। তাদের প্রতি সপ্তাহে নগদে বেতন দিতে হয়। তাছাড়া বিড়ির মশলা কিনতে হয় নগদে। এছাড়া আমার তেলকল ও চালকল রয়েছে। সেখানেও নগদে শস্য কিনতে হয়। আমার জমিতে চাষের কাজ করেন অনেকে। তাদের পাওনাও নগদে মেটাই। এবার তো তাদের টাকা দিতে পারব না। সেই চাষিরা আবার না বিক্ষোভ দেখাতে শুরু করেন।

12 Jan 2023, 01:12:14 PM IST

গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

দিদির কর্মসূচিতে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বড়ঞা ব্লক এলাকার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্টি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত গ্রামে পানীয় জল আসেনি। তাছাড়া, গ্রামে পাকা রাস্তা হয়নি, আলোর কোনও সুব্যবস্থা নেই বলেও অভিযোগ। এমনকী আবাস যোজনার তালিকা ঘিরেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রামবাসী।

12 Jan 2023, 01:03:51 PM IST

AAP-কে ১৬৪ কোটি ফেরানোর নির্দেশ দিল্লি সরকারের

সরকারি বিজ্ঞাপনের নামে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগে দিল্লি সরকারেরই তথ্য ও প্রচার অধিদপ্তর নোটিশ পাঠিয়ে ১০ দিনের মধ্যে ১৬৪ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিল আম আদমি পার্টিকে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার নির্দেশে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

12 Jan 2023, 01:01:31 PM IST

ভারতে তৈরি দুই ওষুধ ব্যবহার করতে বারণ করল WHO

উজবেকিস্তানে ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় মেরিয়ন বায়োটেকের তৈরি দু’টি কাশির ওষুধ খেতে বারণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উজবেকিস্তানের থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে অ্যাম্ব্রোনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ দু’টিকে নিম্নমানের বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

12 Jan 2023, 12:27:32 PM IST

স্বামীজির জন্মদিনে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে পুরো শিক্ষা দফতরটাই জেলে। রাজ্যে শিক্ষার যা অবস্থা তাতে, স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও দেশে আশ্রয় নিতেন। বিরোধী দলনেতা আরও বলেন, রাস্তায় স্বামীজির ছবিগুলি ছোট ছোট। সেখানে কোনও একজন কার্বাইড দিয়ে পাকানো রাজনৈতিক নেতার বড় বড় কাট আউট। এই সংস্কৃতি ভালো নয়। ভয়ঙ্কর সংস্কৃতি। স্বামীজির সঙ্গে ছবি দেওয়া তো দূরের কথা, নাম দেওয়ার আগে ভাবতে হয়।

12 Jan 2023, 11:58:02 AM IST

পিছোল ইডির বিরুদ্ধে করা অভিষেক-রুজিরার মামলার শুনানি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার আবেদনের প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে করা মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে। 

12 Jan 2023, 11:39:31 AM IST

আজ ফের তাপসকে জেরা সিবিআই-এর

আজ ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল সিবিআই। ৩২৫ জনের নামের তালিকা সামনে রেখে আজ তাপসকে জেরা করা হতে পারে। এর আগে গতকাল যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তাপস মণ্ডল। 

12 Jan 2023, 11:36:41 AM IST

তল্লাশি জারি মুর্শিদাবাদের ২৮টি জায়গায়

রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১১ নয়, বরং ১৫ কোটি টাকা। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তল্লাশি জারি রয়েছে মুর্শিদাবাদ এবং কলকাতা মিলিয়ে ২৮টি স্থানে। বিষয়টি জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও।

12 Jan 2023, 11:13:54 AM IST

তৃণমূল বিধায়কের কাছ থেকে উদ্ধার নগদ ১১ কোটি

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং কারখানা থেকে ১১ কোটি টাকা টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। তল্লাশিতে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

12 Jan 2023, 10:57:08 AM IST

বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা

ভারত বনাম শ্রীলঙ্কার ওডিআই ম্যাচের জন্য বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ইডেন গার্ডেন ও ময়দান সংলগ্ন সব রাস্তা। সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তাগুলি। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণী অ্যাভিনিউ,ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ,গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে গাড়ি পার্কিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। অন্যদিকে বন্ধ থাকবে ক্ষুদিরাম বসু রোড থেকে নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীও।

12 Jan 2023, 08:26:08 AM IST

সল্টলেকের এফডি ব্লকের বাজারে আগুন

সল্টলেকের এফডি ব্লকের বাজারে আগুন লাগল ভোরে। জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু হবে।

12 Jan 2023, 08:23:10 AM IST

আজ বাতিল ৩২৫টি ট্রেন

আজ দেশ জুড়ে বাতিল করা হয়েছে ৩২৫টি ট্রেন। এর মধ্যে হাওড়া এবং শিয়ালদা শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন রয়েছে। 

12 Jan 2023, 08:23:10 AM IST

২১টি দলকে আমন্ত্রণ ভারত জোড়ো যাত্রায়

৩০ জানুয়ারি শেষ হবে ভারতকে জোড়ো যাত্রা। যাত্রার অন্তিম পর্যায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পা মেলানোর জন্য ২১টি সমমনস্ক রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই আমন্ত্রণ পাঠিয়েছেন দেশের ২১টি রাজনৈতিক দলগুলিকে। আমন্ত্রণ পাওয়া দলগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রয়েছে জনতা দল ইউনাইটেড, সিপিএম, রাষ্ট্রীয় জনতা দল, তেলুগু দেশম পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি। তবে আমন্ত্রণ পায়নি অরবিন্দর কেজরিওয়ালের আম আদমি পার্টি।

12 Jan 2023, 08:23:10 AM IST

মেয়র পারিষদের হোটেলে আয়কর হানা

কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির একটি হোটেলে বুধবার আচমকাই আয়কর বিভাগের আধিকারিকরা হানা দেন। কলকাতার এজেসি বসু রোডের উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর হোটেল। হোটেলের বিদ্যুৎ বিলের একটি প্রতিলিপি-সহ আমিরুদ্দিন ববির নাম লেখা বেশ কিছু কাগজপত্র আধিকারিকরা সঙ্গে করে নিয়ে যান। জানা গিয়েছে, আমিরুদ্দিন ববির রিপন স্ট্রিট চত্ত্বরে বেশ কয়েকটি হোটেল রয়েছে।

12 Jan 2023, 08:23:10 AM IST

আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মবার্ষিকী

আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মবার্ষিকী। এই আবহে আজ থেকে রাজ্যে শুরু হবে বিবেক চেতনা উৎসব। আজ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শাসকদলের আরও নেতার আজ সেখানে যাওয়ার কথা। সিমলায় যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিকে সিমলা স্ট্রিট থেকে কার্জন পার্ক পর্যন্ত একটি পদযাত্রায় আয়োজন করেছে বিজেপি। তাতে অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

12 Jan 2023, 08:23:11 AM IST

মমতার বিরুদ্ধে মামলার রায় দিতে পারে মুম্বইয়ের আদালত

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আজ মুম্বইয়ের আদালত রায় দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গত বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা এই মামলাটি দায়ের করা হয়েছিল। মুম্বইয়ের মাজগাঁও কোর্টে সেই মামলার রায়দান হতে পারে আজ।

12 Jan 2023, 08:23:12 AM IST

বন্দে ভারতে পাথর ছোড়া হল 

উদ্বোধনের আগেই বিশাখাপত্তনমে পাথর ছোড়ার শিকার হল বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি অন্ধ্রে বন্দে ভারতের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে গতকাল, ১১ জানুয়ারি পাথর ছুড়ে ভেঙে দেওয়া হল বন্দে ভারতের একটি কামরার জানলার কাচ। বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘরে বাইরে খবর

Latest News

'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুকে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক! দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথার অডিয়ো ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.