বাংলা নিউজ > ঘরে বাইরে > লকডাউন করে তো লাভ হল না, এবার কী, প্রশ্ন রাহুলের, পালটা তোপ জাভড়েকরের

লকডাউন করে তো লাভ হল না, এবার কী, প্রশ্ন রাহুলের, পালটা তোপ জাভড়েকরের

প্রকাশ জাভড়েকর

লকডাউন ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ নিয়ে সরব হন বর্ষীয়ান বিজেপি নেতা

লকডাউনের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই মন্তব্য নস্যাৎ করে পালটা লকডাউনের সাফল্যের খতিয়ান তুলে ধরল বিজেপি।

আজ, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘উনি (রাহুল) ভুল মন্তব্য করেছেন। আমি ওঁনাকে বলতে চাই, যখন লকডাউন লাগু করা হয়েছিল, তখন দেশে (করোনাভাইরাস আক্রান্তের) দ্বিগুণ হওয়ার হার ছিল তিন দিন। এখন সংক্রমণ দ্বিগুণ হতে ১৩ দিন সময় নেয়। এটা ভারতের সাফল্য, এটা সকলের সাফল্য।’

লকডাউন ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অভিযোগ করেন, লকডাউন লাগুর সময় সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। আর লকডাউন শিথিল করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন সেই রাহুল গান্ধীরাই। জাভড়েকরের কথায়, ‘এটা কংগ্রেসের দ্বিচারিতা এবং ভণ্ডামি তুলে ধরে।’

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি করেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের সময়েও রাজনীতি করতে ছাড়ছে না কংগ্রেস। অথচ জার্মানি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, ইরান, চিন, ব্রাজিলের মতো দেশের থেকে ভারতের অবস্থা তুলনায় ভালো। তাঁর কথায়, ‘সেজন্য সারা বিশ্ব ভারতের প্রশংসা করছে যে ওরা সঠিক সময়ে লকডাউন লাগু করেছে।’ 

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাবও দেন বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি দাবি করেন, ৩,০০০ বিশেষ ট্রেনে করে ৩০০,০০০ শ্রমিক ভিটেয় ফিরেছেন। বরং কংগ্রেস শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তোপ দেগে জাভড়েকর বলেন, 'ওরা ব্যক্তিপিছু ৭,৫০০ টাকা চাইছে। আমরা ৮০ কোটি মানুষের জন্য পাঁচ মাস বিনামূল্যে ২৫ কেজি চাল ও পাঁচ কেজি ডালের ব্যবস্থা করেছি। রেশন কার্ডহীন ১০ কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে ১০ কেজি শস্য এবং দু'কেজি ডাল দেওয়া হয়েছে।'

পরবর্তী খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.