লকডাউনের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই মন্তব্য নস্যাৎ করে পালটা লকডাউনের সাফল্যের খতিয়ান তুলে ধরল বিজেপি।
আজ, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘উনি (রাহুল) ভুল মন্তব্য করেছেন। আমি ওঁনাকে বলতে চাই, যখন লকডাউন লাগু করা হয়েছিল, তখন দেশে (করোনাভাইরাস আক্রান্তের) দ্বিগুণ হওয়ার হার ছিল তিন দিন। এখন সংক্রমণ দ্বিগুণ হতে ১৩ দিন সময় নেয়। এটা ভারতের সাফল্য, এটা সকলের সাফল্য।’
লকডাউন ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ নিয়েও সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অভিযোগ করেন, লকডাউন লাগুর সময় সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। আর লকডাউন শিথিল করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন সেই রাহুল গান্ধীরাই। জাভড়েকরের কথায়, ‘এটা কংগ্রেসের দ্বিচারিতা এবং ভণ্ডামি তুলে ধরে।’
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি করেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের সময়েও রাজনীতি করতে ছাড়ছে না কংগ্রেস। অথচ জার্মানি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, ইরান, চিন, ব্রাজিলের মতো দেশের থেকে ভারতের অবস্থা তুলনায় ভালো। তাঁর কথায়, ‘সেজন্য সারা বিশ্ব ভারতের প্রশংসা করছে যে ওরা সঠিক সময়ে লকডাউন লাগু করেছে।’
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাবও দেন বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি দাবি করেন, ৩,০০০ বিশেষ ট্রেনে করে ৩০০,০০০ শ্রমিক ভিটেয় ফিরেছেন। বরং কংগ্রেস শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তোপ দেগে জাভড়েকর বলেন, 'ওরা ব্যক্তিপিছু ৭,৫০০ টাকা চাইছে। আমরা ৮০ কোটি মানুষের জন্য পাঁচ মাস বিনামূল্যে ২৫ কেজি চাল ও পাঁচ কেজি ডালের ব্যবস্থা করেছি। রেশন কার্ডহীন ১০ কোটি পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে ১০ কেজি শস্য এবং দু'কেজি ডাল দেওয়া হয়েছে।'