বিচ্ছিন্ন কোনও জঙ্গি হামলা নয়, বরং একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক কষেছিল লন্ডন ব্রিজে হামলা চালানো জঙ্গি উসমান খান। সেজন্য পাকিস্তানের একটি মসজিদের কাছে মাদ্রাসা ও জঙ্গি প্রশিক্ষণ শিবির খোলার পরিকল্পনা ছিল তার। পরে জম্মু ও কাশ্মীরে গিয়ে ‘সামনাসামনি’ সন্ত্রাসবাদী কাজকর্মের অভিজ্ঞতা সঞ্চয় করতে চেয়েছিল সে।
সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার জন্য ২০১২ সালে উসমানকে আট বছরের জেলের সাজা শোনায় লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট। সেই রায়েই বলা হয়েছিল, পাকিস্তানে কয়েক বছর কাটানো উসমান পারিবারিক জমিতে জঙ্গি প্রশিক্ষণ শিবির খোলার পরিকল্পনা করেছিল। এছাড়াও ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে ইংল্যান্ডের সংসদ কমপ্লেক্সে হামলা চালানোর পরিকল্পনা ছিল উসমান ও তার সহযোগীদের। হামলার তালিকায় ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনও, যিনি সেই সময় লন্ডনের মেয়র ছিলেন।
আরও পড়ুন : লন্ডন ব্রিজে ছুরি নিয়ে জঙ্গি হানায় হত ৩, অতীতেও সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত ছিলেন আততায়ী
বিচারপতি অ্যালান উইলকি বলেন, মাদ্রাসা সম্পর্কে উসমানের আলোচনা ও সন্ত্রাসবাদের প্রতি তার দৃষ্টিভঙ্গি, তাদের উদ্দেশ্য বা লক্ষ্যর গুরুত্বকে স্পষ্ট করে তুলেছিল। তিনি জানান, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই যে মাদ্রাসা করার পরিকল্পনা করছিল উসমান, তা স্পষ্ট ছিল। সেজন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে ব্রিটেনের মুসলিম যুবকদের পাকিস্তানে নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা, সবকিছুর ছক কষেছিল। তার উদ্দেশ্য ছিল, প্রশিক্ষণের পর দেশে বা বিদেশে সন্ত্রাসবাদী হামলার জন্য ওই যুবকদে তৈরি রাখা। পরে উসমান ও তার সহযোগীদের গতিবিধির টের পায় এমআই৫। এরপর ২০১০ সালের ডিসেম্বরে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : লন্ডনে ফের সন্ত্রাসবাদী হানায় জখম একাধিক, ধৃত জঙ্গি
সন্ত্রাসবাদ আইন সম্পর্কিত স্বাধীন পর্যালোচক ডেভিড রবার্টসন জানান, লন্ডন স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন জায়গায় হামলা চালানোর ছক কষেছিল লন্ডনের দুজন (মহম্মদ চৌধুরী ও আবদুল মিঞা) ও কার্ডিফের দুই ব্যক্তি (শাহ রহমান ও গুরুকান্ত দেশাই)। তাদের সঙ্গে যোগ ছিল উসমান সহ নাজাম হুসেন ও মহম্মদ শাহাজান নামে আরও দুজনের। সেজন্য পাকিস্তান অধিকৃত ফাটায় (উত্তর-পশ্চিম পাকিস্তানে স্বশাসিত উপজাতি অঞ্চল) যায় তারা। তিনি বলেন, সেই দলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল আরও দুজন। তাদের কাছে আরবীয় উপদ্বীপের আল-কায়দার চরমপন্থার ইংরেজি ম্যাগাজিন ছিল। তারা চিঠি বোমার মাধ্যমে হামলা চালানোর ছকও কষেছিল।ন :