বাংলা নিউজ > ঘরে বাইরে > কোভিড টেস্টের সোয়াব সংগ্রহের নামে যৌনাঙ্গে হাত! ১০ বছরের সাজা ল্যাব কর্মীর

কোভিড টেস্টের সোয়াব সংগ্রহের নামে যৌনাঙ্গে হাত! ১০ বছরের সাজা ল্যাব কর্মীর

(প্রতীকী ছবি)

দোষী ল্যাব কর্মীকে দশ বছরের কারাবাসের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেয় আদালত।

করোনাভাইরাস পরীক্ষার নাম করে যৌনাঙ্গে সোয়াব সংগ্রহের স্টিক ঢুকিয়েছিলেন। এই ঘটনাতেই ১০ বছরের সাজা শোনানো হল দোষী ল্যাব কর্মীকে। মহারাষ্ট্রের অমরাবতী জেলায় ঘটনাটি ঘটেছিল। আমরাবতীর দায়রা আদলতে এই সংক্রান্ত মামলার রায় দান করা হয় সম্প্রতি। সেখানেই বিচারক দোষী ল্যাব কর্মীকে দশ বছরের কারাবাসের নির্দেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ জুলাই বদনেরার সরকারি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের ল্যাবে এক ২৩ বছর বয়সী তরুণীর যৌনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহের অভিযোগ ওঠে ল্যাব কর্মীর বিরুদ্ধে। নির্যাতিতা একটি শপিং মলে কাজ করতেন। সেই শপিং মলেরই এক কর্মী কোভিড আক্রান্ত হলে কর্তৃপক্ষের নির্দেশে সেই তরুণী নিজের কোভিড পরীক্ষা করাতে আসেন। সেখানে সেই তরুণীকে ভুল বুঝিয়ে তাঁর যৌনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে পুলিশএর দ্বারস্থ হয়েছিলেন সেই তরুণী।

অভিযোগ, অল্পেশ দেশমুখ নামক ল্যাব কর্মী মলে কাজ করা সেই তরুণীকে মিথ্যা বলে যে তাঁর কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। এবং আরও কিছু পরীক্ষা করতে তাঁর যৌনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করতে হবে। আতঙ্কে নির্যাতিতা অল্পেশের কথা মেনে নেন। যদিও সেই তরুণীর করোনা রেজাল্ট নেগেটিভ ছিল। পরে তরুণী নিজের ভাইকে ঘটনাটা জানান। তাঁর ভাই এই বিষয়ে জানতে হাসপাতালে ফোন করলে কর্তৃপক্ষ বলে কোভিডের জন্য এই ধরনের কোনও টেস্ট করা হয় না। এর পরেই স্থানীয় বদনেরা থানায় অভিযোগ জানান ওই তরুণী। অল্পেশের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়।

বন্ধ করুন