বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi's Speech in NCC Program: ‘দেশে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চলছে’, 'প্রতিষেধক' বাতলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi's Speech in NCC Program: ‘দেশে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চলছে’, 'প্রতিষেধক' বাতলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (HT_PRINT)

শনিবার দিল্লিতে এনসিসি-র তরফে প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে কুচকাওয়াজ হয়। প্রধানমন্ত্রীর সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চলছে বলে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, দেশকে বিভক্ত করার এই প্রচেষ্টা সফল হবে না। শনিবার দিল্লি ক্যান্টনমেন্টের ক্যারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসির সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে মোদী বলেছিলেন যে ঐক্যের মন্ত্রই ভারতের জন্য মহিমা অর্জনের একমাত্র উপায়। মোদী বলেন, 'বিভিন্ন ইস্যু বের করে মা ভারতীর সন্তানদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা চলছে।' তবে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, 'দেশের জনগণের মধ্যে যতই বিভেদ সৃষ্টির চেষ্টা হোক না কেন, দেশের মানুষ সর্বদা একজোট থাকবেন। মায়ের কোলে কখনও বিভেদ তৈরি করা যায় না।' এদিকে দেশের গঠনে এনসিসির ভূমিকা তুলে ধরতে গিয়ে মোদী বলেন, 'এনসিসি গঠনের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। যাঁরা গত ৭৫ বছর ধরে এনসিসি-র প্রতিনিধি ছিলেন তাঁরা সবাই এর অংশ। দেশ গঠনে তাঁদের এই অবদানকে কুর্নিশ জানাই। এনসিসি ক্যাডেটদের দৃঢ় সঙ্কল্প এবং সেবার চেতনায় ভারত গর্বিত।' (আরও পড়ুন: মোদীর সাধের বন্দে ভারতে আবর্জনার স্তূপ, ছবি ভাইরাল হতেই উঠছে নানা প্রশ্ন)

প্রধানমন্ত্রী এদিন বলেন, 'ঐক্যের মন্ত্রই চূড়ান্ত প্রতিষেধক। একমাত্র এই উপায়তেই স্বমহিমা অর্জন করতে পারবে ভারত।' পাশাপাশি মোদী এদিন বলেন, 'ভারতের উন্নয়নের যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে চলেছেন যুব সমাজই।' মোদীর কথায়, 'ভারতের যুবশক্তির কারণে গোটা বিশ্ব এখন তাকিয়ে আমাদের দেশের দিকে।' ভারতের যুবসমাজ 'অমৃত প্রজন্ম' বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে এনসিসির ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার এক বিশেষ মুদ্রা প্রকাশ করেন মোদাী। ভারতের 'বসুধৈব কুটুম্বকম' মন্ত্র মেনে গতকাল এনসিসির অনুষ্ঠানে অংশ নেন ১৯টি দেশের ১৯৬ জন আধিকারিক। দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে আজও পর্যন্ত এই ৭৫ বছরে এনসিসি বড় ভূমিকা পালন করেছে বলে প্রশংসা করেন মোদী। এদিকে 'ঐক্য শিখা' নিয়ে কন্যাকুমারী থেকে দিল্লি পৌঁছানোর জন্য এনসিসি ক্যাডেটদের প্রশংসা করে নী

এদিকে শনিবার দিল্লিতে এনসিসি-র তরফে প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে কুচকাওয়াজ হয়। প্রধানমন্ত্রীর সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিকে মোদী এদিন দাবি করেন, 'দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের ফলে দেশের যুবসমাজ উপকৃত হচ্ছে। গত আট বছরে পুলিশ ও আধাসামরিক বাহিনীতে আমাদের মেয়েদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি, সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় নারীদের মোতায়েন করা হয়েছে।' এদিকে মোদী বলেন, 'সীমান্ত ও উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষ এনসিসির জন্য মনোনীত হয়েছেন।' তাঁর যুক্তি, এত সংখ্যক যুবক যদি দেশের উন্নয়নের অংশ হতে চান, তখন দেশের পক্ষে যেকোনও লক্ষ্য পূরণ সম্ভব। তিনি দাবি করেন, 'এটা স্পষ্ট যে ভারতের সময় এসে গিয়েছে।' তিনি বলেন, 'স্বপ্নগুলো যখন লক্ষ্যে পরিণত হয় এবং এর জন্য যখন জীবন উৎসর্গ করে দেওয়া হয়, তখন সাফল্য নিশ্চিত হয়।' মোদী স্টার্ট-আফ এবং ডিজিটাল বিপ্লবের উল্লেখ করেন। এই বিপ্লবের কারণে লাভবান হচ্ছে যুব সমাজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন