NCRB on Sexual Offences on Children: শিশুদের বিরুদ্ধে ৫৩,৮৭৪টি যৌন অপরাধ একবছরে! লালসার ভয়ঙ্কর তথ্য NCRB রিপোর্টে
Updated: 31 Oct 2022, 07:32 AM IST২০২১ সালে ৫৩,৮৭৪টি যৌন অপরাধের ঘটনা ঘটেছে শিশ... more
২০২১ সালে ৫৩,৮৭৪টি যৌন অপরাধের ঘটনা ঘটেছে শিশুদের বিরুদ্ধে। এমনই জানাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। এনসিআরবি জানাচ্ছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের মোট ১ লাখ ৪৯ হাজার ৪০৪টি অভিযোগ দায়ের হয় ২০২১ সালে। এর মধ্যে পকসো আইনের ৪ এবং ৬ নং (ধর্ষণ) ধারায় মামলা রুজু হয়েছে ৩৩ হাজার ৩৪৮টি। এর মধ্যে যৌন হেনস্থার শিকার ৩৩ হাজার ৩৬ জন ছিল নাবালিকা এবং ৩১২ জন ছিল অপ্রাপ্তবয়স্ক যুবক।
পরবর্তী ফটো গ্যালারি