বাংলা নিউজ > ঘরে বাইরে > বিপ্লব দেব সরকারের কাছে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের, টুইট গোখলের

বিপ্লব দেব সরকারের কাছে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের, টুইট গোখলের

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (ফাইল ছবি, সৌজন্য, টুইটার @BjpBiplab)

পুরসভা নির্বাচনের আগে ত্রিপুরা সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট।

ত্রিপুরায় সম্প্রতি পুরসভা নির্বাচন হয়ে গিয়েছে। সেখানে নির্বাচন রক্তাক্ত হয়েছিল বলে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। এমনকী কেন বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করছেন না?‌ এই প্রশ্ন তোলা হয়েছিল। পুরসভা নির্বাচনের আগে ত্রিপুরা সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। এবার পুরসভা নির্বাচনে হিংসার অভিযোগে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।

ত্রিপুরায় পুরসভা নির্বাচনের পরই তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে তথ্যের অধিকার আইনে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছিলেন ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় এবং সাংবাদিকদের ওপর যে হামালা হয়েছে, তাতে সরকার কী পদক্ষেপ করেছে? এই প্রশ্নের প্রেক্ষিতেই বিপ্লব দেব সরকারকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন।

এদিন টুইটারে এই কথা জানিয়েছেন সাকেত গোখলে। তিনি সেখানে লিখেছেন, ‘‌সংখ্যালঘু, তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাংবাদিকদের ওপর আক্রমণ নিয়ে আমার করা অভিযোগের ভিত্তিতে, ২ ডিসেম্বর পর্যন্ত কী পদক্ষেপ করেছে, জাতীয় মানবাধিকার কমিশন সেই বিষয়ে ত্রিপুরা সরকারে কাছে জানতে চেয়ে নোটিশ দিয়েছে। আশা করি বিপ্লব দেব জবাব দেবেন। আমি পরবর্তী পদক্ষেপের জন্য রিপোর্টের একটি কপি চেয়ে পাঠিয়েছি।’‌

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এটাকে ‘নৈতিক জয়’ হিসেবই দেখছে তৃণমূল কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেস এখানে প্রধান বিরোধী দল। ত্রিপুরায় আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমানে সমানে টক্কর দেবে বলে ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। এখন নাগাল্যান্ড ইস্যুতে তোলপাড় গোটা দেশ। তখনই বিজেপি শাসিত রাজ্যের কাছে রিপোর্ট তলব সাঁড়াশি চাপ বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।

বন্ধ করুন