HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > ভয়াবহ দৃশ্য, মার্কিন বিমান থেকে পড়ে যাওয়া এক ব্যক্তি ছিলেন চিকিৎসক : রিপোর্ট

ভয়াবহ দৃশ্য, মার্কিন বিমান থেকে পড়ে যাওয়া এক ব্যক্তি ছিলেন চিকিৎসক : রিপোর্ট

সাক্ষাৎকার দিয়েছেন ওই আফগান ব্যক্তি, যাঁর বাড়ির ছাদে মার্কিন বিমান থেকে ওই দু’‌জন আফগান নাগরিক গিয়ে পড়েছিলেন বলে দাবি করা হয়েছে।

বিকট শব্দ শুনে ছাদে গিয়ে ‌দুই আফগানির বিকৃত দেহ দেখি: ওয়ালি সালেক: ছবি (‌তারিক মাজিদির টুইটার থেকে স্ক্রিন শর্ট)‌

মার্কিন সি-‌১৭ বিমানের চাকা আঁকড়ে থাকা কয়েকজন পড়ে গিয়ে মারা গিয়েছিলেন বলে দাবি করা হয়েছিল একাধিক প্রতিবেদনে। এক ব্যক্তির দাবি, দু’‌জন মৃতদের মধ্যে একজনকে কাবুলের হটখিল গ্রামের বাসিন্দা শফিউল্লা হোতাককে চিহ্নিত করা হয়েছে। তিনি সম্ভবত চিকিৎসক ছিলেন। অন্যজনকে ফিদা মহম্মদ কার্ঘার বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ফিদা মহম্মদের দেহে কোনও পরিচয় চিহ্ন বা আংটি, ঘড়ি, ব্রেসলেট খুঁজে পাননি তিনি। 

এই নিয়ে স্ক্রলকে ভিডিয়ো সাক্ষাৎকার দিয়েছেন ওই আফগানি ব্যক্তি, যাঁর বাড়ির ছাদে মার্কিন বিমান থেকে ওই দু’‌জন আফগান নাগরিকের ছিন্নভিন্ন দেহ পড়েছিল বলে দাবি করা হয়েছিল। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাবুলের উত্তর-পশ্চিমে খাইর থানা জেলার ১১ নম্বর দোতলা বাড়িতে থাকেন পেশায় নিরাপত্তারক্ষী ৪৭ বছরের ওয়ালি সালেক। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর বাড়ি প্রায় ৯ কিলোমিটার দূরে।

মঙ্গলবার বিকেলে ভিডিয়ো কলের মাধ্যমে স্ক্রল ডট ইনকে সালেক বলেন, ‘‌ঘটনার সময় আমি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। আমার মেয়েরা রান্না করছিল। আর দুই ছেলে তখন ঘুমাচ্ছিল। হঠাৎই ছাদের উপর বোমা বিস্ফোরণের মতো একটা বিকট শব্দ শুনতে পাই। তখনই দেওয়াল ও সিলিং থেকে প্লাস্টার খসে পড়ে। সালেক বলেন, ‘‌বিকট আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরাও বাড়ি থেকে বেরিয়ে আসেন। কীসের আওয়াজ হল, তা দেখার জন্য বাড়ির ছাদে যাই।’‌ তিনি বলেন, ‘‌আমি বুঝতে পারিনি ছাদে তখন ওইরকম ভয়াবহ দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে। উপরে গিয়ে দেখি, ছাদ জুড়ে চাপচাপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যেই তালগোল পাকানো দু’‌টি দেহ পড়ে রয়েছে। দেহ দু’‌টি সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল। তাঁদের পেট ও মাথা ফেটে গিয়েছিল। এমনকী, তাঁদের মাথার ঘিলু পর্যন্ত বেরিয়ে এসেছিল।’‌

সালেক আরও বলেন, ‘‌ লাশগুলো পরীক্ষা করতে গিয়ে প্রথমে আমি ভেবেছিলাম যে, তাঁরা হয়ত তালিবানি লোক। যাদের বিমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবেশীরা আমাকে জানান যে, তাঁরা ওই দু’‌জন লোককে প্লেনের চাকা ধরে ঝুলতে দেখেছিলেন।’‌ সালেক বলেন, ‘‌আমার স্ত্রী জাকিয়া সালেক আমার পিছন-পিছন ছাদ পর্যন্ত এসেছিলেন। কিন্তু ওই লাশগুলো দেখে তিনি অজ্ঞান হয়ে যান। আমি তাঁকে ঘরে নিয়ে যাই। তারপর ১০-‌১২ জন প্রতিবেশীকে জড়ো করি। তাঁরা এসে লাশগুলোকে কাপড় ও কম্বল দিয়ে মুড়িয়ে ফেলেন। দুপুর ১টায় লাশগুলোকে নিকটস্থ আমির হামজা মসজিদে নিয়ে যাওয়া হয়।’‌

সালেকের প্রতিবেশী বাসিন্দা আবদুল ওয়াজিদ বলেন, ‘‌ মৃতদেহগুলো স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হলে সেখানকার মৌলবি তাঁদের জামার উপরে পরা কোটের জিপ পকেট থেকে দু’‌জনের পরিচয়পত্র খুঁজে পান। সেখান থেকেই মসজিদ কর্তৃপক্ষ একজনকে শফিউল্লাহ হোতাক সম্ভবত ২৫ থেকে ২৭ বছর বয়স হতে পারে বলে শনাক্ত করে। অপরজনকে কাবুলের পাঘমান শহরের বাসিন্দা ফিদা মহম্মদ সম্ভবত ২০ বছর বয়স হতে পারে বলে শনাক্ত করা হয়।’‌

সালেকের দাবি, কাবুলের হটখিল গ্রামের বাসিন্দা শফিউল্লা হোতাক একজন চিকিৎসক ছিলেন ও ফিদা মহম্মদ কার্ঘার বাসিন্দা। তবে ফিদা মহম্মদের দেহে কোনও পরিচয় চিহ্ন বা আংটি, ঘড়ি, ব্রেসলেট খুঁজে পাননি। এরপর তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সালেক বলেন, ‘‌মসজিদে লাশগুলো ছাড়ার পর বাড়ি ফিরে এসে ছাদ থেকে মাংসের অবশিষ্ট অংশগুলো ধুয়ে ফেলি। তারপর সন্ধ্যায় শিফট শুরু করার জন্য ট্যাক্সি নিয়ে শহরের দিকে চলে যান।

ঘরে বাইরে খবর

Latest News

সুকান্তকে জোড়া শোকজ করল কমিশন, তৃণমূলকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের IPL-এর ইতিহাসে সব থেকে বেশি চার মেরেছেন কারা, দেখুন সেরা পাঁচের তালিকা আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো এবার FIR করছি, হিরণের দেওয়া অডিয়ো ক্লিপ নিয়ে পাল্টা দিলেন দেব, ২৩ তারিখ ধমাকা! দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য, কান মাতানো রাই সুন্দরীর কব্জি ভেঙেছে! ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর CAAর জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! পঞ্চম দফায় ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি, কত সম্পত্তি রয়েছে পীযূষ গোয়েলের? ১৭ মরশুমের আইপিএল ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ‘৭০০-র’ শিখরে কোহলি পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, প্রতিবাদে থানা ঘেরাও সৃজনের জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.