বাংলা নিউজ > ঘরে বাইরে > Pakistan: যে কোনও সময় গ্রেফতার হতে পারেন ইমরান খান, বাড়ি ঘিরে ফেলল পুলিশ

Pakistan: যে কোনও সময় গ্রেফতার হতে পারেন ইমরান খান, বাড়ি ঘিরে ফেলল পুলিশ

ইমরান খান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। Photographer: Betsy Joles/Bloomberg (Bloomberg)

ইমরানকে গ্রেফতার করা হলে গোটা পাকিস্তান জুড়ে তুমুল প্রতিবাদ আছড়ে পড়তে পারে। শুরু হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। সেখানকার পঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ পুলিশ ইমরানের বাড়িতে হানা দিয়েছে।

যে কোনও সময় গ্রেফতার হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি মিডিয়ার খবর অনুসারে ইসলামাবাদ পুলিশ ইতিমধ্যেই ইতিমধ্যেই লাহোরের জামান পার্কের ইমরানের বাড়িতে চলে গিয়েছে। তোষাখানা মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে বলে খবর। 

এদিকে ইমরানকে গ্রেফতার করা হলে গোটা পাকিস্তান জুড়ে তুমুল প্রতিবাদ আছড়ে পড়তে পারে। শুরু হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। সেখানকার পঞ্জাব পুলিশকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ পুলিশ ইমরানের বাড়িতে হানা দিয়েছে। দ্য ডনে এমন খবর প্রকাশিত হয়েছে। যে কোনও সময় পুলিশ তাকে তুলে নিতে পারে বলে মনে করা হচ্ছে। 

বর্তমানে প্রায় ৭০ বছর বয়স ইমরানে। প্রাক্তন পাক ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি তিনটি শুনানিতে অংশ নেননি বলে খবর। এদিকে ইমরানকে গ্রেফতার করতে গেলে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক পুলিশকে আটকানোর চেষ্টা করেন।

এদিকে পাকিস্তানিি তেহরিক ই ইনসাফের কর্মীরাও দলে দলে তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছেন। 

এদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে এই খবর চাউড় হতে তাঁর দলের কর্মীদের মধ্যে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এনিয়ে ইতিমধ্যেই পাকিস্তানি তেহরিক ই ইনসাফের নেতারা হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। কিন্তু ঠিক কী অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে?

সূত্রের খবর, তোশাখানা নামের সেই দেশের সরকারি সিন্দুক থেকে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া উপহার বেআইনীভাবে বিক্রি করার অভিযোগ উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলা চলছে। আর তার জেরেই এবার ইমরানকে গ্রেফতারের জন্য় সক্রিয় হয়েছে পুলিশ। 

এদিকে সম্ভাব্য গ্রেফতারি ঠেকাতে ইতিমধ্য়েই তার দলের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত ইমরানকে গ্রেফতারি করা সম্ভব হয় কি না সেটাই দেখার। 

প্রসঙ্গত এর আগে পাকিস্তানে ইমরান খানকে নিশানা করে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। এর জেরে ব্যাপক শোরগোল পড়েছিল পাকিস্তানে। তবে অল্পের জন্য বেঁচে যান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সেই ইমরান খানকে হাজতে পুরতে তৎপর পাক পুলিশ। তবে ইতিমধ্যেই পাকিস্তানিি তেহরিক ই ইনসাফের নেতৃত্বের দাবি, ইমরান খানকে গ্রেফতার করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন