বাংলা নিউজ > ঘরে বাইরে > যাজকের বাড়িতে অতর্কিতে হামলা, মারধর, পুলিশ 'উদাসীন,' মামলা করবে খ্রিস্টান ফোরাম

যাজকের বাড়িতে অতর্কিতে হামলা, মারধর, পুলিশ 'উদাসীন,' মামলা করবে খ্রিস্টান ফোরাম

ছত্তিশগড়ে খ্রীষ্টান যাজকের বাড়িতে এভাবেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ

পুলিশ সুপার জানিয়েছেন, একটা মামলা রুজু করা হয়েছে। কয়েকজন অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে।

জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগে ছত্তিশগড়ের কবিরধাম এলাকায় এক যাজককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার হাত থেকে রেহাই পায়নি তাঁর পরিবারও। অভিযোগ তাঁর বাড়িতেও ব্যপক ভাঙচুর চালানো হয়েছে। তাঁর পরিবারকে খুনের হুমকিও দিয়েছে অভিযুক্তরা, এমনটাও অভিযোগ। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর কাওয়াল সিং পরাস্তে নামে ২৫ বছর বয়সী ওই যাজক পোলামি গ্রামে থাকেন। রবিবার তাঁর বাড়িতেই সাপ্তাহিক প্রার্থনার আয়োজন করা হয়েছিল। অভিযোগ এমন সময় রে রে করে কিছু লোকজন তাঁর বাড়িতে ঢুকে পড়ে। হিন্দুস্তান টাইমসকে কবিরধামের এসপি মোহিত গর্গ জানিয়েছেন, ‘ওই যাজক ও তাঁর পরিবারকে অভিযুক্তরা মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।’

পুলিশ সূত্রে খবর, ধর্মান্তকরণের বিরোধিতা করে ওই হামলাকারীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সুপার জানিয়েছেন, ‘একটা মামলা রুজু করা হয়েছে। কয়েকজন অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।’ এদিকে ছত্তিশগড় খ্রিস্টান ফোরামের সভাপতি অরুন পান্নালাল বলেন, ‘আমরা এই ঘটনার নিন্দা করছি। পুলিশকে অনুরোধ করছি কঠোরতম ব্যবস্থা নিন। পাশাপাশি পুলিশ ও সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ তুলেছেন।’তিনি জানিয়েছেন, ‘এব্যাপারে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও করা হবে। ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় একাধিক চার্চে কীভাবে হামলা চালানো হয়েছিল তারও প্রামাণ্য নথি আদালতে তুলে ধরা হবে।’ 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা অলিম্পিকের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে? 'অনুরোধ আপনাদের কাছে…' সিংঘম এগেইনের ট্রেলার মুক্তি পেতেই অক্ষয় কেন এমন বললেন? Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা মহম্মদ ইউনুসের ‌মন্তব্যের তুমুল সমালোচনার জের, বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.