জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগে ছত্তিশগড়ের কবিরধাম এলাকায় এক যাজককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। হামলার হাত থেকে রেহাই পায়নি তাঁর পরিবারও। অভিযোগ তাঁর বাড়িতেও ব্যপক ভাঙচুর চালানো হয়েছে। তাঁর পরিবারকে খুনের হুমকিও দিয়েছে অভিযুক্তরা, এমনটাও অভিযোগ। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর কাওয়াল সিং পরাস্তে নামে ২৫ বছর বয়সী ওই যাজক পোলামি গ্রামে থাকেন। রবিবার তাঁর বাড়িতেই সাপ্তাহিক প্রার্থনার আয়োজন করা হয়েছিল। অভিযোগ এমন সময় রে রে করে কিছু লোকজন তাঁর বাড়িতে ঢুকে পড়ে। হিন্দুস্তান টাইমসকে কবিরধামের এসপি মোহিত গর্গ জানিয়েছেন, ‘ওই যাজক ও তাঁর পরিবারকে অভিযুক্তরা মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।’
পুলিশ সূত্রে খবর, ধর্মান্তকরণের বিরোধিতা করে ওই হামলাকারীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সুপার জানিয়েছেন, ‘একটা মামলা রুজু করা হয়েছে। কয়েকজন অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।’ এদিকে ছত্তিশগড় খ্রিস্টান ফোরামের সভাপতি অরুন পান্নালাল বলেন, ‘আমরা এই ঘটনার নিন্দা করছি। পুলিশকে অনুরোধ করছি কঠোরতম ব্যবস্থা নিন। পাশাপাশি পুলিশ ও সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ তুলেছেন।’তিনি জানিয়েছেন, ‘এব্যাপারে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও করা হবে। ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় একাধিক চার্চে কীভাবে হামলা চালানো হয়েছিল তারও প্রামাণ্য নথি আদালতে তুলে ধরা হবে।’