বাংলা নিউজ > ঘরে বাইরে > শ্যালক ও ২ শ্রমিককে খুন, ২০ বছর পরে ‘মৃত’ প্রাক্তন নৌসেনা কর্মীকে ধরল পুলিশ

শ্যালক ও ২ শ্রমিককে খুন, ২০ বছর পরে ‘মৃত’ প্রাক্তন নৌসেনা কর্মীকে ধরল পুলিশ

তিনজনকে খুনের অভিযোগে গ্রেফতার প্রাক্তন নৌসেনা কর্মী। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

২০০৪ সালে দিল্লির বাওয়ানা এলাকায় টাকার জন্য বালেশ তার শ্যালক রাজেশ ওরফে খুশিরামকে হত্যা করেছিল। সেই সময় অভিযুক্তের বয়স ছিল ৪০ বছর। ধৃত পুলিশকে জানায়, রাজেশের স্ত্রীর সঙ্গে বালেশের অবৈধ সম্পর্ক ছিল।

প্রায় ২০ বছর পর একটি খুনের মামলার কিনারা করল দিল্লি পুলিশ। এক আত্মীয় এবং দুই শ্রমিককে পুড়িয়ে হত্যা করার মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন এক নৌসেনা অফিসারকে মৃত ঘোষণা করা হয়েছিল ২০ বছর আগে। তবে শেষমেশ তদন্তকারীরা জানতে পারেন, এখনও জীবিত আছেন তিনি। সেই প্রাক্তন নৌসেনা কর্মীকে তিনটি খুনের মামলায় গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ। হরিয়ানার বাসিন্দা ওই অভিযুক্তকে নজফগড়ের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বালেশ কুমার। ওই প্রাক্তন নৌসেনা কর্মী এতদিন নিজের নাম পরিবর্তন করে আমন সিং রেখেছিলেন। পরিচয় পরিবর্তন করে তিনি দিল্লির নজফগড়ে বসবাস করছিলেন। খুনের পাশাপাশি চুরিরও অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যা স্বামীর, প্রতিপদেই রক্তারক্তি কাণ্ড খাস কলকাতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ২০০৪ সালে দিল্লির বাওয়ানা এলাকায় টাকার জন্য বালেশ তাঁর শ্যালক রাজেশ ওরফে খুশিরামকে হত্যা করেছিল। সেই সময় অভিযুক্তের বয়স ছিল ৪০ বছর। ধৃত পুলিশকে জানায়, রাজেশের স্ত্রীর সঙ্গে বালেশের অবৈধ সম্পর্ক ছিল। বালেশ ভাই সুন্দর লালের সহযোগিতায় তাঁকে খুন করেন। সেই ঘটনায় সুন্দরকে পুলিশ গ্রেফতার করলেও বালেশকে গ্রেফতার করতে পারেনি। তিনি পালিয়ে যান। 

পুলিশের বিশেষ কমিশনার (অপরাধ) রবীন্দ্র যাদব জানান, অবসর নেওয়ার পর বালেশ পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। খুনের পর নিজের ট্রাকে করে রাজস্থানে পালিয়ে যান। সেখানে ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং তাঁর দুই শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। তদন্তের সময় রাজস্থান পুলিশ একজনকে বালেশ হিসাবে শনাক্ত করে। অন্য মৃতদেহটি শনাক্ত করা যায়নি।  বালেশের পরিবারের সদস্যরাও একটি মৃতদেহ বালেশের বলে শনাক্ত করে। এরপর স্বাভাবিকভাবেই রাজস্থান পুলিশ প্রধান সন্দেহভাজনকে মৃত ভেবে মামলাটি বন্ধ করে দেয়। 

এদিকে, বালেশ পঞ্জাবে পালিয়ে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সহায়তায় জাল পরিচয় প্রমাণ সংগ্রহ করেন এবং নিজের নাম পরিবর্তন করে আমন সিং রাখেন। জানা যায়, বালেশ তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল।  ভারতীয় নৌবাহিনী থেকে তাঁর স্ত্রী বিমা এবং পেনশন পেয়েছিলেন। এছাড়াও, ট্রাকের জন্যও বিমা পেয়েছিলেন। তারপরে বালেশ তাঁর পরিবারের সঙ্গে দিল্লির নজফগড়ে চলে আসেন এবং তাঁদের সঙ্গে থাকতে শুরু করে।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় বালেশ তাঁর আত্মীয় এবং বিহারের দুই শ্রমিককে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দিল্লি পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানিয়েছে এবং মামলাটি পুনরায় চালু করতে বলেছে।

দিল্লি পুলিশ দাবি করেছে, বালেশ ২০০০ সালে দিল্লির কোটা হাউস থেকে প্রাচীন জিনিসপত্র চুরি করেছিলেন এবং তিলক মার্গ থানায় চুরির জন্য মামলা করা হয়েছিল। উল্লেখ্য, ১৯৮১ সালে ভারতীয় নৌবাহিনীতে একজন স্টুয়ার্ড হিসেবে যোগদান করেছিলেন বালেশ এবং ১৯৯৬ সাল পর্যন্ত নৌবাহিনীতে ছিলেন।

পরবর্তী খবর

Latest News

উইন্ডিজ ক্রিকেটে ইতিহাস! টানা ৮৬ টেস্টে খেলতে নামলেন ক্রেগ! টপকে গেলেন সোবার্সকে 'বাড়ি বাড়ি হোমস্টে, উত্তরবঙ্গে পর্যটন আমরাই সাজিয়েছি…' আর কী বললেন মমতা? ‘পালানোর সম্ভাবনা’? আরজি কর কেসে সন্দীপ, অভিজিতের জেল হেফাজত ৯ ডিসেম্বর পর্যন্ত অ্যাপল ওয়াচে সহজেই মাপা যাবে রক্তচাপ, নতুন ওয়াচ সিরিজ ১০-এ ধামাকা ফিচার Bone Care: হাড় লোহার মত শক্ত থাকবে, খাবেন এই জিনিসগুলো ডেটিং, বিয়ে এবং ডিভোর্স... ‘ফ্ল্যাশ ম্যারেজ’ করে ৩৫ লক্ষ টাকা কামালেন মহিলা! ডায়েটে এই ১ বদল করেই ৪ মাসে কমেছে ৮ কেজি, মহিলার রোগা হওয়ার সহজ উপায় ‘ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম’… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং SA vs SL 2nd Test: ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা! ছিটকে গেলেন কোয়েটজি, দলে মাফাকা

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.