বাংলা নিউজ > ঘরে বাইরে > Prashant Kishor declines Congress Offer: ‘হাতে’ আসছেন না, ২০২৪ সালের বৈতরণী পার নিয়ে সোনিয়ার প্রস্তাব খারিজ করলেন পিকে

Prashant Kishor declines Congress Offer: ‘হাতে’ আসছেন না, ২০২৪ সালের বৈতরণী পার নিয়ে সোনিয়ার প্রস্তাব খারিজ করলেন পিকে

প্রশান্ত কিশোর (ফাইল ছবি, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)

মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা জানান, ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রশান্ত কিশোরকে একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর সদস্য হিসেবে হাত শিবিরে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন সোনিয়া গান্ধী।

দিনকয়েক ধরেই চরমে উঠেছিল নাটক। তাতে অবশ্য কোনও ইতিবাচক ফল মিলল না। বরং পুরনো চিত্রনাট্যের পুনরাবৃত্তি হয়ে তীরে এসে ডুবল তরী। কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব খারিজ করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রশান্তকে একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর সদস্য হিসেবে হাত শিবিরে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন সোনিয়া গান্ধী। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পিকে। সুরজেওয়ালার কথায়, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার পর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী ২০২৪ গঠন করেছেন কংগ্রেস সভাপতি এবং নির্দিষ্ট দায়িত্বের ভিত্তিতে তাঁকে দলে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন। উনি (প্রশান্ত) তা খারিজ করে দিয়েছেন। দলের জন্য তিনি যা করেছেন এবং পরামর্শ দিয়েছেন, তার প্রশংসা করছি।’

পিকের মন্তব্য

লুরজেওয়ালার টুইটের পর বিকেলের দিকে প্রশান্ত বলেন, ‘বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর অংশ হিসেবে দলে যোগদান এবং নির্বাচনের দায়িত্ব নেওয়ার যে উদার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস, তা আমি প্রত্যাখ্যান করে দিয়েছি। আমার মতে, আমার থেকেও বেশি দলের নেতৃত্ব প্রদান এবং সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে কাঠামোগত যে গভীর সমস্যা আছে, তা ঠিক করার জন্য সম্মিলিত সদিচ্ছার প্রয়োজন আছে।’

২০২৪ সালের লোকসভা ভোটের আগে পিকের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা

গত কয়েকদিন ধরে পিকে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। একাধিকবার ১০ জনপথে সোনিয়ার সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত। একটি মহলের তরফে দাবি করা হয়েছিল, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে বেশ কিছু ‘ওষুধ’ বাতলে দিয়েছিলেন প্রশান্ত। সেই পরিস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়। যদিও শেষপর্যন্ত কংগ্রেসের প্রত্যাখান করে দিয়েছেন পিকে। 

বন্ধ করুন