আব্রাহাম থমাস
আধারের ডেটাবেসকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলা ও নাম বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের অধিকার নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক এসজি ভোমবাটকেরে এই পিটিশনটি করেছিলেন। বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও বিচারপতি এএস ওকার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও আধার কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে।আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকার সঙ্গে আধার নম্বর যুক্ত করার যে আইন তাতে কোনও ভোটারের আধার নম্বরটি গোপন রাখার অধিকার থাকছে না।
এদিকে আধার ছাড়াও অন্যান্য ডকুমেন্টও ভোটাররা দেখাতে পারেন। তবে এই ধরনের একটি আইন ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার কেড়়ে নিচ্ছে। এদিকে কোর্টের পর্যবেক্ষণ আদিবাসী এলাকায় বিকল্প নথি অনেক সময়ই পাওয়া যায় না।
আবেদনকারীর পক্ষের আইনজীবী শ্যাম দিভান জানিয়েছেন, এই আইনে বলা হচ্ছে স্বেচ্ছায় কেউ এই আধার নম্বর পেশ করতে পারেন। কিন্তু কার্যত এটি বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ কারোর আধার নম্বর থাকা সত্ত্বেও তিনি যদি তা দিতে না চান সেরকম কোনও অপশন রাখা হয়নি।
এদিকে গত ৪ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের আধার নম্বরও সংগ্রহ করতে হবে।
৮১ বছর বয়সী আবেদনকারীর দাবি, আধার আইনের মাধ্যমে আসলে নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকারকেই বিঘ্নিত করা হচ্ছে।