জেনারেল অনিল চৌহান। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি জানিয়ে দিলেন, ভারতে সুরক্ষা সংক্রান্ত যে চ্য়ালেঞ্জ রয়েছে তা প্রতিরক্ষার তিনটি শাখাই একযোগে মোকাবিলা করবে। দেশের আশা পূরণে ও প্রত্যাশা পূর্ণ করতে সর্বোত্তম চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সেনাপ্রধান জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে তিন বাহিনীর প্রত্যাশা পূরণ করা, সরকার ও দেশবাসীর আশা পূরণে চেষ্টা চালিয়ে যাব। সমস্ত চ্যালেঞ্জ আমরা একযোগে মোকাবিলা করব।
দেশের প্রথম সিডিএস ছিলেন বিপিন রাওয়াত। প্রায় ৯ মাস আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। এরপর সেই পদে দায়িত্ব পেলেন জেনারেল অনিল চৌহান।
২০২১ সালের ৩১ মে তিনি ইস্টার্ন আর্মি কমান্ডারের পদ থেকে অবসর নিয়েছিলেন। এর আগে তিনি ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের মিলিটারি উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি বীর শহিদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। সাউথ ব্লকে তিন বাহিনীর গার্ড অফ অনার তিনি গ্রহণ করেন। পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তিনি দেখা করেন।
তবে অন্য়তম উল্লেখযোগ্য বিষয় হল তিন স্টার যুক্ত কোনও আধিকারিককে এই প্রথম চার স্টারে উন্নীত করা হল অবসরের পরেও।