বাংলা নিউজ > ঘরে বাইরে > 5G Network in India: ভারতের ২০ থেকে ২৫ শহরে বছরের শেষেই ফাইভ জি নেটওয়ার্ক! বার্তা টেলিকম মন্ত্রীর

5G Network in India: ভারতের ২০ থেকে ২৫ শহরে বছরের শেষেই ফাইভ জি নেটওয়ার্ক! বার্তা টেলিকম মন্ত্রীর

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।(PTI06_13_2022_000224B) (PTI)

ফাইভ জি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,'আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বছরের শেষে দেশের অন্তত ২০ থেকে ২৫ টি শহরে ফাইভ জি লাগু হয়ে যাবে।'

বছরের শেষ থেকেই দেশের ২০ থেকে ২৫ টি শহরে ফাইভ জি নেটওয়ার্ক কার্যকরি হয়ে যাবে। শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। একইসঙ্গে তাঁর ইঙ্গিত, দামের দিক থেকে সস্তা হতে পারে এই ফাইভজি নেটওয়ার্ক। একই সঙ্গে তিনি ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতে মোবাইল ডেটার দাম 'বিশ্বের অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম।'

ফাইভ জি পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,'আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বছরের শেষে দেশের অন্তত ২০ থেকে ২৫ টি শহরে ফাইভ জি লাগু হয়ে যাবে।' দিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশ্বিনী বৈষ্ণো একথা বলেন। ফাইভ জি পরিষেবার দাম কীরকম হতে পারে, তা নিয়ে প্রশ্ন করলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমরা দামের দিক থেকে (মোবাইল ডেটার) বিশ্বের নিরিখে অনেকটাই কমের দিক।' তিনি বলেন, এই পরিষেবার দামও কমতে থাকবে। অশ্বিনী বৈষ্ণো বলেন, ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি নেটওয়ার্ক ১০ গুণ গতিশীল হতে থাকবে। তিনি আরও বলেন, 'বিশ্বস্ত নেটওয়ার্ক প্রোভাইডারদের মধ্যে, যখনই ভারত কোনও প্রযুক্তি তৈরি করে, তখনই তা নিয়ে বিশ্বের আগ্রহ বেড়ে যায়।' রিলায়েন্স জিওর ১৫৫ টাকার প্ল্যান এখন ১৮৬ টাকায়! বাকি প্ল্যানের দাম দেখে নিন

কেন্দ্রীয় মন্ত্রী আগেই জানিয়েছিলেন যে ভারতে ফাইভ জি আপাতত ল্যাবরেটারিতে। ২০২৩ সালের মার্চে তা ময়দানে নামবে বলেও ইঙ্গিত দেন তিনি। ফ্রান্সে এক প্রদর্শনীতে যোগ দিয়ে অশ্বিনী বৈষ্ণো বলেছিলেন সদ্য যে ভারতে ফাইভ জি ময়দানে নামা এখন সময়ের অপেক্ষা। জানা গিয়েছে ফাইভ জি নিয়ে আগামী মাসেই শুরু হবে নিলামের তোড়জোড়। ২০ বছরের জন্য ৭২ গিগাহার্টস বিক্রির পদক্ষেপ হবে।

বন্ধ করুন