বাংলা নিউজ > ঘরে বাইরে > Election Commission of India: নির্বাচনী প্রচারের সময় শাড়ি ও জামা বিলি করা যাবে না, নির্দেশিকা জারি করল ECI

Election Commission of India: নির্বাচনী প্রচারের সময় শাড়ি ও জামা বিলি করা যাবে না, নির্দেশিকা জারি করল ECI

ভারতের নির্বাচন কমিশন(File photo) (HT_PRINT)

জাতীয় নির্বাচনী কমিশনের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিজ্ঞাপনের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে সমান জায়গা দেওয়া হবে। ব্যক্তিগত স্থানে বিজ্ঞাপনের জন্য বিশেষ করে দেওয়াল লিখন, পোস্টার সাঁটানো প্রভৃতির জন্য সংশ্লিষ্ট মালিকের অনুমতি নিতে হবে। 

নির্বাচনী প্রচারের সময় শাড়ি ও জামা বিলি করা যাবে না। বুধবার নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে স্কুলে সভা বা সমাবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন নির্বাচনী প্রচার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কমিশন। তাতে এ বিষয়টি জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিককে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে এই নির্দেশিকা পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

করোনা আবহে ৫ রাজ্যে মনোনয়ন জমা করা যাবে অনলাইনে; রোড শো, বাইক ব়্যালিতে ‘না’

জাতীয় নির্বাচনী কমিশনের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিজ্ঞাপনের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে সমান জায়গা দেওয়া হবে। ব্যক্তিগত স্থানে বিজ্ঞাপনের জন্য বিশেষ করে দেওয়াল লিখন, পোস্টার সাঁটানো প্রভৃতির জন্য সংশ্লিষ্ট মালিকের অনুমতি নিতে হবে। এছাড়াও কমিশনের নির্দেশনায় স্পষ্ট জানানো হয়েছে, পোস্টার বা দেয়াল লিখনের ক্ষেত্রে এমন কিছু লেখা যাবে না যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে।

নির্দেশিকা অনুযায়ী, সভা মিছিলে টুপি, মুখোশ বা স্কার্ফ পরার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। তাছাড়া, ভোটের প্রচারের কাজে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলে তাতে ফ্লেক্স, স্টিকার ব্যবহার করা যাবে। তবে যাতে অন্যান্য মানুষের যাতে অসুবিধা না হয় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। অন্যদিকে, বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হলে সেখানে ফ্লেক্স, স্টিকার ব্যবহার করা যাবে না। এই সমস্ত গাড়িগুলিতে লাউড স্পিকার ব্যবহার করা যাবে। তবে সেই ক্ষেত্রে মোটর ভেহিকেলস আইন মেনে তা ব্যবহার করতে হবে।

বন্ধ করুন