বাংলা নিউজ > ঘরে বাইরে > চট্টগ্রামে পুজোমণ্ডপে তাণ্ডব চালানোর অভিযোগে বাংলাদেশ পুলিশের জালে ১০০ দুষ্কৃতী

চট্টগ্রামে পুজোমণ্ডপে তাণ্ডব চালানোর অভিযোগে বাংলাদেশ পুলিশের জালে ১০০ দুষ্কৃতী

চট্টগ্রামে কট্টরপন্থীদের মিছিল (ফাইল ছবি পিটিআই)

চট্টগ্রামের পুজো মণ্ডপে হামলা চালানোর ঘটনাতে গ্রেফতার করা হল আরও ১০ জনকে। জানা গিয়েছে ধৃতরা যুব–ছাত্র অধিকার পরিষদের সদস্য।

বাংলাদেশে গত বুধবার থেকে বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপে তাণ্ডব চালিয়েছে ইসলামপন্থী কট্টরবাদীরা। মণ্ডপে মণ্ডপে ভাঙচুর চালানোর পাশাপাশি হামলা চালানো হয় হিন্দুদের উপরও। এই ঘটনাগুলিতে যুক্ত বহু মানুষকে গ্রেফতার করতে শুরু করেছে সেদেশের পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের জালে এসেছে শতাধিক। এবার চট্টগ্রামের পুজো মণ্ডপে হামলা চালানোর ঘটনাতেও গ্রেফতার করা হল আরও ১০ জনকে। জানা গিয়েছে ধৃতরা যুব–ছাত্র অধিকার পরিষদের সদস্য।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যুব–ছাত্র অধিকার পরিষদের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের মামলার প্রেক্ষিতে এখনও পর্যন্ত মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ওপার-বাংলায় সংখ্যালঘুদের উপর হিংসার রোখার বিষয়ে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই দেশজুড়ে শুরু হয়ে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার পালা।

গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশে তীব্র হিংসা ছড়াতে শুরু করেছে। অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয়। বিভিন্ন এলাকায় ৬৬টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় অন্তত ২০টি বাড়ি। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। নোয়াখালির একটি ইসকন মন্দিরেও হামলা চালানো হয়। এই হিংসার ঘটনায় দেশজুড়ে ৭ জনের মৃত্যু হয়।

পরবর্তী খবর

Latest News

খাইয়ে দেওয়া-চুমু খাওয়া সব হল,শিবপ্রসাদ-কৌশানির 'শিমুল-পলাশ'-গন্ধ মাখা সেকী প্রেম আরজি করের বিচার মিলছে না কেন? জেনেভা গিয়ে প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, জবাব কী এল? দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.