বাংলা নিউজ > ঘরে বাইরে > যোগী মন্ত্রিসভা ছাড়তেই বিপাকে স্বামীপ্রসাদ,২০১৪-র মামলায় জারি গ্রেফতারি পরোয়ানা

যোগী মন্ত্রিসভা ছাড়তেই বিপাকে স্বামীপ্রসাদ,২০১৪-র মামলায় জারি গ্রেফতারি পরোয়ানা

বিজেপি ত্যাগী বিধায়ক স্বামীপ্রসাদ মৌর্য (ছবি সৌজন্যে এএআই) (ANI)

এককালে বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন স্বামীপ্রসাদ। পরে বিএসপি ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি। আর এখন তিনি সাইকেলে চড়তে গেরুয়া শিবির ছাড়লেন।

সাতবছর পুরোনো এক মামলায় এবার গ্রেফতারি পরোয়ানা জারি হল বিজেপি ত্যাগী নেতা স্বামীপ্রসাদ মৌর্যর নামে। ২০১৪ সালে ঘূণামূলক মন্তব্য করায় এক মামলায় নাম জড়িয়েছিল মৌর্য সমাজের প্রতাপশালী এই নেতার। তবে পরবর্তীকালে উত্তরপ্রদেশের মন্ত্রী হন তিনি। মাঝে আদালতের থেকে এই মামলায় রক্ষাকবচও পেয়েছিলেন। তবে যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরের দিনই সাত বছর পুরোনো সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল স্বামীপ্রসাদের নামে।

সুলতানপুর জেলার এম-এমএলএ আদালতের বিশেষ বিচারপতি যোগেশ যাদব প্রাক্তন মন্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন বুধবার। বুধবার আদালতের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল স্বামীপ্রসাদের। তবে তিনি হাজিরা না দেওয়ায় এই দ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি।

এককালে বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন স্বামীপ্রসাদ। বিএসপিতে থাকাকালীনই ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় স্বামীপ্রসাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। এরপর তিনি বিজেপিতে নাম লেখান। যোগী মন্ত্রিসভায় শ্রমমন্ত্রীর দায়িত্ব সামলান। তবে আসন্ন নির্বাচনের প্রাক্কালেই বিজেপিকে বড় ধাক্কা দিয়ে সমাজবাদী পার্টির দিকে পা বাড়িয়েছেন পাঁচবারের এই বিধায়ক। আর বিজেপি ছাড়তেই তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর স্বামীপ্রসাদ বলেছিলেন, ‘বিয়ের সময় দেবী দুর্গা ও গণেশের পুজো করা উচিত নয়। দলিতদের দাবিয়ে রাখতে এটা উচ্চবরণের ষড়যন্ত্র।’ এরপরই ২০১৪ সালের ২০ নভেম্বর অনিল তিওয়ারী নামক এক অ্যাডভোকেট স্বামীপ্রসাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। প্রায় সাতবছর পুরোনো সেই মামলা এখনও চলছে। আর সেই মামলার প্রেক্ষিতেই এবার আইনি জটিলতায় জড়ালেন স্বামীপ্রসাদ।

পরবর্তী খবর

Latest News

এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.