বাংলা নিউজ > ঘরে বাইরে > বাবার শেষকৃত্যে মেয়েকে বিয়ের প্রস্তাব! ভাইরাল রিয়েল ‘কভি খুশি কভি গমের’ ভিডিয়ো

বাবার শেষকৃত্যে মেয়েকে বিয়ের প্রস্তাব! ভাইরাল রিয়েল ‘কভি খুশি কভি গমের’ ভিডিয়ো

ফাইল ছবি: টুইটার (Twitter)

অনেকের আবার জনপ্রিয় বলিউড সিনেমা 'কভি খুশি কভি গম'-এর কথা মনে করছেন। সিনেমাতে, শাহরুখ খানের রাহুল, কাজল অভিনীত অঞ্জলিকে বিয়ে করেছিলেন। তাঁর বাবা মারা যাওয়ার পরপরই বিয়ে করেছিলেন তিনি।

বাবার শেষকৃত্যে মেয়েকে প্রপোজাল। এমনই আজব ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক। দক্ষিণ আফ্রিকার এই ভিডিয়ো দেখে হাসবেন না কাঁদবেন- বুঝতে পারছেন না নেটিজেনরা।

অনেকের আবার জনপ্রিয় বলিউড সিনেমা 'কভি খুশি কভি গম'-এর কথা মনে করছেন। সিনেমাতে, শাহরুখ খানের রাহুল, কাজল অভিনীত অঞ্জলিকে বিয়ে করেছিলেন। তাঁর বাবা মারা যাওয়ার পরপরই বিয়ে করেছিলেন তিনি।

তবে সেটা তো সিনেমা। সেখানে সবকিছু ঠিকঠাকই চলেছে। কিন্তু বাস্তব জীবনের পরিস্থিতি কিছু আলাদা ছিল।

আরও পড়ুন : চুরি হল ইমরান খানের ফোন! তারপরই বললেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’

প্রপোজালের পর কী বললেন ওই যুবতী? 

দেখুন সেই ভিডিয়ো:

রীতিমতো মাইক্রোফোনে সবার সামনেই প্রপোজাল দেন ওই ব্যক্তি। প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি ওই মহিলা

কমেন্টে একজন দাবি করেছেন যে, হাঁটু গেড়ে প্রপোজ করা ব্যক্তিটি আসলে একজন পুরোহিত। তিনি মেয়েটির প্রেমে পড়েছিলেন। মেয়ের বাবার মৃত্যুর দিনই প্রপোজ করার পরিকল্পনা করেছিলেন তিনি।

বন্ধ করুন