মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দুদিনের গুজরাত সফরে। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দেবে। এদিক একনাথ শিন্ডে ইতিমধ্য়েই দাবি করেছেন সত্যিকারের শিবসেনা ও প্রতীকের অধিকারী তিনিই।
একটি পদ্ধতিগত বিষয় রয়েছে। রুল অফ মেজরিটির নিরিখে আমরা কাজ করছি। আমরা রুল অফ মেজরিটির বিষয়টিই প্রয়োগ করব। সুপ্রিম কোর্ট ঠিক কী সিদ্ধান্ত জানিয়েছে সেটা জানার পরেই বিষয়টি ঠিক করে বলা যাবে। জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
গুজরাত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই তিনি দুদিনের সফের ওই রাজ্যে গিয়েছেন। এদিকে বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি আবেদনকে খারিজ করে দিয়েছেন। এদিকে উদ্ধবকে সরিয়ে রীতিমতো দলের অন্দরে বিদ্রোহ করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন একনাথ শিন্ডে। এবার তিনি নিজেদের প্রকৃত শিবসেনা হিসাবে দাবি করে দলীয় প্রতীক দাবি করেছেন। তবে আগেই এনিয়ে প্যানেলের তরফে উদ্ধব ঠাকরের কাছে নোটিশ ইস্যু করা হয়েছিল। তবে এনিয়ে কী সিদ্ধান্ত হয় তার জন্য় অপেক্ষা করবে নির্বাচন কমিশন।