বাংলা নিউজ > ঘরে বাইরে > অপহরণের নাটক করে হাসপাতালে ভরতি স্বামীর থেকে টাকা হাতালেন মহিলা!

স্বামী এবং স্ত্রী'র সম্পর্ক নিয়ে প্রায়শই উদ্ভট খবর শোনা যায়। এবার তেমনই একটি ঘটনা সামনে এল। অপহরণের গল্প ফেঁদে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর থেকে প্রায় পাঁচ লাখ টাকা (ভারতীয় মুদ্রায়) হাতিয়ে নিলেন মহিলা। যে টাকা নিয়ে খেলেন জুয়া। ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি আদতে স্পেনের। ওই মহিলা (৪৭) জুয়া খেলতেন। রীতিমতো জুয়ার নেশা ছিল তাঁর। তারইমধ্যে একদিন মহিলার স্বামীর কাছে একাধিক মেসেজ আসে। তাতে মহিলা দাবি করেন, তাঁকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিলে তবেই ছাড়া মিলবে। নাহলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সেইসময় হাসপাতালে ভরতি ছিলেন স্বামী। স্ত্রী'র বিপদে পড়েছেন জেনে দাবিমতো সেইমতো মুক্তিপণ দেন। পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানান।

ওই প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশের অপহরণ সংক্রান্ত শাখা। দ্রুত মহিলার খোঁজ মেলে। জানা যায়, মহিলাকে আদৌও অপহরণ করা হয়নি। মিথ্যা গল্প ফেঁদেছেন তিনি। কাতালান পুলিশের হাতে আসা ফুটেজে দেখা যায়, মুক্তিপণের টাকার একটি অংশ তুলে নিচ্ছেন মহিলা। তারপর জুয়া খেলতে যাচ্ছেন। স্লট মেশিনের দিকে যাওয়ার আগে জেল জাতীয় কিছু দিয়ে তাঁকে হাত ধুয়েও নিতে দেখা যায়। তাঁকে বার্সেলোনার একটি ক্যাসিনো থেকে গ্রেফতার করা হয়। সেইসময় একটি টেবিলে জুয়া খেলছিলেন। পরে তাঁকে আদালতে তোলা হয়। জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে বলে জানিয়েছে আদালত।

বন্ধ করুন