বাংলা নিউজ > ছবিঘর > 6th Pay Commission DA: DA 'ধর্মঘটের জন্য যাঁদের বেতন বেতন কাটা হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে'

6th Pay Commission DA: DA 'ধর্মঘটের জন্য যাঁদের বেতন বেতন কাটা হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে'

  • মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) 'ধর্মঘটের জন্য যাঁদের বেতন বেতন কাটা হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে'। এমনই দাবি করা হল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত নয়া আপডেট দেখে নিন।
1/5 ডিএ ধর্মঘটের দিন শিক্ষকদের উপস্থিতি খতিয়ে দেখতে হাজিরা খাতা চেয়েছে শিক্ষা দফতর। তা নিয়ে মুখ খুললেন ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ডিএ ধর্মঘটে অংশগ্রহণের জন্য সরকার যে তাঁদের একদিনের বেতন কেটেছে, তা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যাবে। ফলে শিক্ষকদের হাজিরা খাতা দেখে কোনও লাভ হবে না রাজ্যের। উলটে শিক্ষক-সহ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ফিরিয়ে দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
2/5 সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘গত ১০ মার্চ সংগ্ৰামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের আগেরদিন সরকারের পক্ষ থেকে জারি করা নোটিফিকেশনের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৭ জুন এই রায় হবে। আশা করি, এসব করে আর কিছু হবে না। বরং ধর্মঘট করার জন্য যাঁদের বেতন কেটেছে (সরকার), তাঁদের টাকা ফেরত দিতে হবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
3/5 এমনিতে বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে গত ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটে যোগ দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেইসময়ই রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছিল, কয়েকটি শর্ত ছাড়া সেদিন অফিসে অনুপস্থিত থাকলে বেতন কাটা হবে। সেইসঙ্গে কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কোনও কড়া ব্যবস্থা করা না হলেও একদিনের বেতন কেটে নেয় রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
4/5 যদিও ডিএ আন্দোলনকারীদের দাবি করেছেন, ধর্মঘট রাজ্য সরকারি কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার। তাই তাঁদের বেতন কাটার কোনও অধিকার নেই রাজ্য সরকারের। তাই আইনি পথে হেঁটে বেতন আদায় করা হবে বলে দাবি করেছেন ডিএ আন্দোলনকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
5/5 বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংংশ মহার্ঘ ভাতা পান। তাঁদের দাবি, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী তাঁদের ডিএ দিতে হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে ডিএ পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

আরও ছবি