সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার ক্ষেত্রে বড়সড় ধাক্কা। বড় ঘোষণা করল এই রাজ্য সরকার। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২৩ সালে সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বা ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধির সম্ভাবনা নেই।
1/5কবে রাজ্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে? তা জানতে উদগ্রীব রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এখনই যে সপ্তম বেতন কমিশন কার্যকর হচ্ছে না, তা বুঝিয়ে দিল সরকার। বরং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কমিটির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হল। যে কমিটির মাথায় আছেন রাজ্যের মুখ্যসচিব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য ২০২২ সালের নভেম্বর সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কমিটি গঠন করেছিল বাসবরাজ বোম্মাইয়ের সরকার। যে কমিটির মেয়াদ ১৯ মে শেষ হয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ওই কমিটির মেয়াদ আরও বাড়ানো হল। ছয় মাস বাড়ানো হয়েছে ওই কমিটির মেয়াদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5একটি রিপোর্ট অনুযায়ী, সরকারের ধারণা যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে প্রথম বছরেই শুধু রাজ্য সরকারের কোষাগারের উপর ১২,০০০ কোটি টাকা বা ১৮,০০০ কোটি টাকার বোঝা চাপবে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5উল্লেখ্য, চাপের মুখে পড়ে বেতন বৃদ্ধির দাবিতে চলতি বছরের শুরুতেই আন্দোলন শুরু করেছিলেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা। চাপের মুখে ১৭ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন কর্ণাটকের তৎকালীন বিজেপি সরকার। সেইসঙ্গে পুুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবিও তোলা হচ্ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5কবে বেতন বা ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের? সংশ্লিষ্ট মহলের মতে, প্রথমে ওই কমিটির রিপোর্ট জমা পড়বে। তাতে যদি চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়, তাহলে আরও কিছুটা সময় লাগবে। সবমিলিয়ে চলতি বছরে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্ণাটকের সরকারি কর্মচারীদর বেতন বৃদ্ধি বা ডিএ পাওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট মহলের মত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)