বাংলা নিউজ > ছবিঘর > Army Dog died saving Jawan: জঙ্গিদের তাড়া, পরে জওয়ানকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল সেনার সারমেয় ‘কেন্ট’!

Army Dog died saving Jawan: জঙ্গিদের তাড়া, পরে জওয়ানকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল সেনার সারমেয় ‘কেন্ট’!

জম্মু ও কাশ্মীরে এক সেনা জওয়ানকে বাঁচাতে গিয়ে জঙ্গির হাতে নিজের প্রাণ দিল সেনার এক সারমেয়। সামরিক মূল্যবোধে বেড়ে ওঠা এই সারমেয়র আত্মবলিদানে হতবাক অনেকে। আবেগেও ভেসেছেন অনেকে। জানা গিয়েছে, মৃত সারমেয়র নাম ছিল কেন্ট। তার বয়স ছিল ৬ বছর।