HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > Aus vs SA CWC 2023- সহজ জয় প্রোটিয়াদের, টুর্নামেন্টের শুরুতেই চাপে কামিন্সরা

Aus vs SA CWC 2023- সহজ জয় প্রোটিয়াদের, টুর্নামেন্টের শুরুতেই চাপে কামিন্সরা

1/18   এক কথায় যাকে বলে, পারফেক্ট ম্যাচ খেলল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অজিদের বিশ্বকাপের ইতিহাসে কখনও এত খারাপ খেলার নজির আছে কিনা, সেটা রীতিমত খুঁজে দেখতে হবে। ক্রিকেট মাঠে হারজিত থাকবেই, কিন্তু এদিন যেন নেতিবাচক মানসিকতা নিয়েই নেমেছিলেন কামিন্সরা। বোলিংয়ে সাত ওভারের মাথায় ম্যাক্সওয়েলকে আনা, এক ডজন ক্যাচ ফেলা, ব্যাটিংয়ে একের পর এক ফলস শট খেলে আউট হওয়া, কার্যত কল্পনা করা যায় না। ডিকক ও মার্করাম যেমন ব্যাটিংয়ে ছাপ ছাড়লেন, তেমন বোলিংয়ে তিন উইকেট পেলেন রাবাডা। দুটি করে উইকেট নিলেন জানসেন, মহারাজ ও সামসি। প্লেয়ার অফ দ্য ম্যাচ কুইন্টন ডি কক। 
2/18 হার অবধারিত, তাই ধুমধাড়াক্কা চালালেন কামিন্স। ২১ বলে ২২ রানও করলেন। তবে ছক্কা মারতে গিয়ে সামসির বলে লং অফে ডেভিড মিলারের হাতে ক্যাচ আউট হলেন তিনি। একই ওভারে চালাতে গিয়ে দুই রানে আউট হলেন হেজেলউড। ১৭৭ রানে অল আউট অস্ট্রেলিয়া। ১৩৪ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। 
3/18 ফের পরপর দুটি উইকেট পড়ল অজিদের। ৬৯ রানের পার্টনারশিপের পর যখন মনে হচ্ছিল একটু একটু করে খেলায় ফিরছে তারা, তখনই জানসেনের বলে  ডি ককের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্টার্ক। তিনি করেন ৫১ বলে ২৭। তার ঠিক চার রান বাদেই মহারাজকে ড্রাইভ করতে গিয়ে কভারে বাভুমার হাতে ক্যাচ আউট হলেন ল্যাবুশান। তিনি করেছেন ৪৬, ৭৪ বলে। ৩৬ ওভারে ১৫৬-৮। 
4/18 পাঁচ বারের চ্যাম্পিয়ন অজিরা কার্যত হাল ছেড়ে দিয়েছে। ৩০ ওভার শেষে ১২৫-৬, ৩৮ রানে নট আউট ল্যাবুশান ও ২০ রানে স্টার্ক। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রাবাডা। শেষ দশ ওভারে উইকেট পড়েনি, সেটাই ভালো কথা। কিন্তু শেষ দশ ওভারে হয়েছে মাত্র ৪৫, যেখানে সাড়ে নয় করে করতে হবে ৩১২ অবধি যেতে। মিরাক্যাল কী ঘটবে?
5/18 ফের পরপর জোড়া আউট। মহারাজের বলে লিডিং এজ লেগে কট অ্যান্ড বোল্ড হলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি করলেন মাত্র তিন, সতেরো বল খেলে! সেই ধাক্কা কাটতে না কাটতেই আউট হয়ে গেলেন স্টইনিস। ৫ রান করার পরই উইকেটকিপারকে ডাউন দ্য লেগ এজ লেগে আউট হলেন তিনি। প্রথমে আম্পায়ার আউট দেননি, তবে রাবাডার কথায় রেফারেল নিল প্রোটিয়ারা। দেখা গেল এজ লেগেছে!  একা কুম্ভ রক্ষা করছেন ল্যাবুশান সঙ্গে আছেন স্টার্ক। ২২ ওভার শেষে ৮৭-৬
6/18 ঝড় তুলেছেন প্রোটিয়ারা। দিশেহারা অজিরা লখনউয়ের মাঠে। ১২ ওভারের শেষে ৫৭-৪। এর মধ্যে রিভিউ নিয়ে স্মিথের উইকেটটি তুলে নিল প্রোটিয়ারা। লেগের ওপর বল ছিল রাবাডার, শাফল করেছিলেন স্মিথ, পায়ে লাগত তাঁর। রিভিউতে দেখা গেল যে লেগে লাগছিল, যদিও স্মিথ কার্যত বিশ্বাস করতে পারছিলেন না। ১৬ বলে ১৯ রান করে আউট তিনি। তারপরেই রাবাডার বলে জস ইংলিস বোল্ড হলেন মাত্র পাঁচ রানে। ক্রিজে এখন ম্যাক্সওয়েল ও ল্যাবুশান। 
7/18 প্রথমেই জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া। মাত্র সাত রান করেই জানসেনের বলে বাভুমার হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফিরলেন মার্শ। যাকে বলে সফট ডিসমিসিল। চিপ করতে চেয়েছিলেন বলটি, কিন্তু ঠিক করে টাইম হয়নি। তারপরেই কাট করতে গিয়ে কভারে ক্যাচ দিয়ে আউট ওয়ার্নার। করেছেন মাত্র ১৩। ২৭টি বল নষ্ট করেছেন তিনি! এনগিডি এই নিয়ে চতুর্থ বার ওডিআইতে আউট করলেন ওয়ার্নারকে। ক্রিজে ল্যাবুশান ও স্মিথ। আট ওভার শেষে ৩৬-২
8/18 প্রথম হাফের শেষে সামান্য় হলেও অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা। ক্লাসেনের ১০৯ ও মার্করামের ৫৬ ছাড়াও স্টার্ট পেয়েছেন কার্যত সব ব্যাটার। তবে ৩৫০ মতো করলে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে রাখতে পারত তারা। খুব সহজ উইকেট নয়, বল একটু থমকে আসছে। ম্যাক্সওয়েল ও স্টার্ক দুটি করে, হেজেলউড, জাম্পা ও কামিন্স একটি করে শিকার করেছেন। জাম্পা যেখানে ৭০ খেলেন, সেখানে ম্যাক্সওয়েলের ৩৪ রানে দুই উইকেট ১০ ওভারে নিশ্চিত ভাবেই বাহবা প্রাপ্য। ভারতের বিরুদ্ধেও ব্যাটারদের সমীহ আদায় করেছিলেন তিনি, এদিনও তার ব্যতিক্রম হল না। 
9/18 শেষ কয়েকটি ওভার অম্লমধুর হবে মিচেল স্টার্কের জন্য। মিলার ও জানসেনকে ফিরিয়ে প্রোটিয়াদের ৩১১ রানে বেঁধে রাখতে সক্ষম হলেন তিনি। একসময় লাগছিল যে ৩৫০ করবেই তারা সেখান থেকে ৩১১ অনেকটাই সহজ টোটাল চেজ করার জন্য। একই সঙ্গে  তার আগের ওভারেই মিলারের অত্যন্ত সহজ ক্যাচ ফেলেছিলেন তিনি। ওই ওভারে আরেকটি ক্যাচ ফেলেছিলেন স্টইনিস। সবমিলিয়ে এদিন প্রায় পাঁচটি ক্যাচ ফেলেছেন অজিরা, যা তাদের অত্যন্ত চাপে ফেলতে পারে পরে। 
10/18 রানের গতি বাড়াতে গিয়ে আউট মার্করাম ও ক্লাসেন। কামিন্সের বলে হেজেলউডের হাতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন মার্করাম। করেছেন ৪৪ বলে ৫৬ সাতটি চার ও একটি ছয়ের সৌজন্যে। অন্যদিকে ক্লাসেন তেমন ভাবে এদিন দাগ কাটতে পারলেন না।  হেজেলউডের বলে মারতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে আউট। ২৭ বলে ২৯ করেছেন তিনি।৪৫ ওভারে স্কোর ২৭২-৫। 
11/18 খেলার গতির বিপরীতে গিয়ে উইকেট পেল অস্ট্রেলিয়া। ১০৬ বলে ১০৯ রান করে আউট কুইন্টন ডি কক। নেহাতই মামুলি বলে উইকেট পেলেন ম্যাক্সওয়েল। এই নিয়ে তাঁর দ্বিতীয় শিকার। এবার রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে ঠিক করে কানেক্ট না করায় বোল্ড হলেন তিনি। নতুন ব্যাটার যদিও আরও ভয়ঙ্কর। হেনরিক ক্লাসেন এসেছেন ব্যাট করতে। অজিদের দরকার দ্রুত উইকেট, প্রোটিয়ারা অন্যদিকে ৩৫০-র ওপর করার টার্গেট নিয়ে চলছে। ৪০ ওভার শেষে ২৩২-৩। ক্লাসেন ১৬ ও মার্করাম ৩৬ রানে অপরাজিত। 
12/18 বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেট ছেড়ে দেবেন, কিন্তু তার আগে দলকে ভালো ফেয়ারওয়েল দিতে চান কুইন্টন ডি'কক। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করলেন তিনি। কোনও সুযোগ না দিয়েই নির্ভুল ইনিংস, কামিন্সকে ছক্কা মেরে করলেন সেঞ্চুরি। অন্যদিকে মার্করামের সহজ ক্যাচ ছাড়লেন কামিন্স নিজের বোলিংয়ে মাত্র এক রানের মাথায়। ৩২ ওভার শেষে প্রোটিয়ারা ১৮১-২, ১০০ বলে ১০৭ রানে নট আউট কুইন্টন। 
13/18 বেশ গরমের মতো মাঠে তেমন লোকজন হয়নি। যদিও যথেষ্ট ভালো খেলা হচ্ছে। রীতিমত জেঁকে বসেছেন কুইন্টন ডি কক। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন রাসি ভ্যান ডুসেন। ২৫ ওভার শেষে ১৩৮-১। ৮০ বলে ৮৪ করেছেন তিনি। চারটি ছয় ও আউটি চার এসেছে তাঁর ইনিংসে। 
14/18 জাম্পার বলে এজ করলেন বাভুমা, কিন্তু ক্যাচ ফেললেন জস ইংলিস। অন্যদিকে নির্দয় ভাবে পিটিয়ে রান করছেন ডি কক। ৫১ বলে ৫০ করেছেন তিনি। অন্যদিকে ধীরে ধীরে ছন্দে ফিরছেন বাভুমা। দেখতেই দেখতেই শতরানের পার্টনারশিপ হয়ে গেল। ২০ ওভার শেষে একটি উইকেট হারিয়ে ১০৮-১। শেষপর্যন্ত আউট হলেন বাভুমা ডিপ মিড উইকেটে ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে। ৩৫ রান করে আউট হলেন তিনি। 
15/18 কুইন্টন ডি কক ও বাভুমা ব্যাটিং ওপেন করতে এসেছেন। অজিদের জন্য বোলিং করছেন হ্যাজেলউড ও স্টার্ক। পাঁচ ওভার বাদে হয়েছে কোনও উইকেট না হারিয়ে ১৯। পিচ থেকে তেমন কোনও সাহায্য পাচ্ছেন না অজিরা। ফলে সপ্তম ওভারেই এসেছেন ম্যাক্সওয়েল। অন্যদিকে কামিন্সও এলেন। তবে সেভাবে প্রভাবিত পারছেন কই। দশম ওভারে কামিন্সের বলে বাভুমার ক্যাচ উঠল। কিন্তু ধরতে পারলেন না জাম্পা। ১০ ওভার শেষে ৫৩-০, বাভুমা করেছেন ১৭ ও ডিকক ৩০। 
16/18 টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত অজিদের। কামিন্স জানালেন যে পিচ ঠিক কেমন খেলবে বোঝা যাচ্ছে না, তবে আর্দ্রতা থাকবে মনে হচ্ছে। সেই কারণেই ফিল্ডিং করার সিদ্ধান্ত। আগের ম্যাচে ব্যর্থ ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির জায়গায় জস ইংলিস ও ফিট হয়ে যাওয়া মার্কাস স্টইনিসকে দলে নিয়েছে অজিরা। অন্যদিকে বাভুমা জানালেন তারাও টস জিতলে ফিল্ডিং করতেন মূলত পিচ নিয়ে অনিশ্চিয়তার কারণে। তাবরেজ শামসিকে সুযোগ দিয়েছে প্রোটিয়ারা এই আশায় যে পিচে একটু স্পিন ও বাউন্স করতে পারে। প্রসঙ্গত আইপিএলের সময় অত্যন্ত মন্থর স্পিনিং ট্র্যাক ছিল লখনউয়ে। তবে নতুন করে ট্র্যাক পাতা হয়েছে, ফলে একটু ভালো হয়েছে পিচ এমনটাই আশা সবার। 
17/18 একানা স্টেডিয়াম নিয়ে বিতর্ক হয়েছে অনেক। কেন এখানে খেলা পড়ল, আদৌ লোক ভরবে কিনা, এই সব প্রশ্ন উঠেছে। উইক ডে -তে বড় ম্যাচে কত দর্শক হয়, সেদিকেই নজর থাকবে। 
18/18 লখনউয়ের একানা স্টেডিয়ামে হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই। প্রথম ম্যাচ জিতেছে প্রোটিয়ারা, অন্যদিকে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। এই দুই পুরনো প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই ম্যাচে কড়া লড়াই তা বলাই বাধ্য। বিশ্বকাপের ঠিক আগে এই দুই দলের মধ্যে সিরিজ হয়েছিল যেখানে দুটি ম্যাচে পিছিয়ে পড়ার পর সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। তারপর থেকে  কার্যত হেরেই চলেছে অজিরা। তবে তার মানে এই নয় কেউ স্মিথদের হেলাফেলা করবে। যে কোনও সময়ই জিততে পারে তারা। 

Latest News

USA-র কাছেও T20I-তে হারল বাংলাদেশ! প্রাক্তন ভারতীয়দের ঝড়ে লজ্জায় ডুবলেন শাকিবরা পরিচালনার পর ফের অভিনয়ে ফিরলেন মানসী, কোন ছবিতে দেখা যাবে? স্টার্কের আগ্রাসন, শ্রেয়সের ডাকাবুকো নেতৃত্ব, SRH-এর ভুলচুক, ৫ কারণে ফাইনালে KKR ‘ওঁরা বলেছিলেন গুরুত্ব পাচ্ছেন না, BJPতেই বা কী পাচ্ছেন?’দলত্যাগীদের নিয়ে খাড়গে ১৩.৪ ওভারে খেল খতম, অতীতে কোয়ালিফায়ার ১ জিতে ফাইনালে উঠলেই চ্যাম্পিয়ন হয়েছে KKR ফর্ম্যালিটির জন্য ব্যাট করেছি! ভাবিনি যে ১৫৯-তে SRH অল-আউট হবে, ফুটছেন বেঙ্কটেশ ‘পোর্শে’ কাণ্ডে নাবালক অভিযুক্তকে হেফাজতে পিৎজা, দাবি কং-র, মুখ খুললেন ফড়নবীশও কূর্ম জয়ন্তী কবে? কেন এত বিশেষ এই দিন, এই দিনের গুরুত্ব কী, জেনে নিন ছবির মেয়েটি বলিউডের মস্ত অভিনেত্রী, রয়েছে বাংলার যোগও, চিনতে পারছেন? KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের

Latest IPL News

KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট IPL থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার মাঝেই,রাঁচিতে বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে IPL 2024: KKR আত্মবিশ্বাসী,কিন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলেন পাক কিংবদন্তি ক্রিকেট নিয়ে ৭০ সেকেন্ডও আমাদের কথা হয়নি- শাহরুখকে সেরা মালিকের তকমা গম্ভীরের কোয়ালিফায়ারের আগে KKR-কে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো কোন বিষয়টি চিন্তায় রাখছে KKR-কে? কোথায় এগিয়ে হায়দরাবাদ? কী হবে দুই দলের একাদশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ