আজ এবং আগামী দু'দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এরপর আগামী ১২ তারিখ থেকেই আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দুই ২৪ পরগনায় নামতে পারে স্বস্তির বৃষ্টি। এমনই পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, ৯ মে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তাছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। (Amit Sharma)
2/5এদিকে আগামিকাল, ১০ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Amit Sharma)
3/5এরপর আগামী ১১মে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় জারি থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় জারি করা হবে কমলা সতর্কতা। তাছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে জারি থাকবে হলুদ সতর্কতা। (Amit Sharma)
4/5এরপর আগামী ১২ তারিখ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্বাভাস অনুযায়ী, সেদিন বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী ১৩ তারিখ, শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেদিন এই তিন জেলায় জারি হলুদ সতর্কতা। (Amit Sharma)
5/5এদিকে আজ এবং আগামী দু'দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। এদিকে আজ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সঙ্গে হবে বজ্রপাত। তাই এই তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় আগামিকালও বৃষ্টি হতে পারে। এরপর আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর আবার ১৩ তারিখ এই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Amit Sharma)