বাংলা নিউজ > ছবিঘর > Canada Travel Advisory: পঞ্জাব-পাক সীমান্তে যাবেন না, খলিস্তান তরজার মাঝেই নাগরিকদের বলল কানাডা

Canada Travel Advisory: পঞ্জাব-পাক সীমান্তে যাবেন না, খলিস্তান তরজার মাঝেই নাগরিকদের বলল কানাডা

বিগত কয়েক মাস ধরেই ভারত-কানাডা সম্পর্কের অবনতি ঘটেছে। সম্প্রতি সেই ফাটল আরও চওড়া হয়েছে। কনাডার মাটিতে খলিস্তানপন্থীদের বাড়বাড়ন্ত এবং এক জঙ্গির মৃত্যু ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে শীতলতা বেড়েছে। এই আবহে নিজের দেশের নাগরিকদের ভারতের একাধিক জায়গায় যেতে বারণ করল কানাডা।