ঘূর্ণিঝড় অশনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আগামিকাল সকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারইমধ্যে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে এত পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে যে আগামী রবিবার (১৫ মে) পর্যন্ত ভেসে যাবে উত্তরবঙ্গের পাঁচ জেলা। কবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/7আজ থেকে ভাসতে চলেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার)। আগামী রবিবার (১৫ মে) পর্যন্ত ওই পাঁচ জেলার দু'একটি জায়গায় ভারী এবং দু'একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/7কিন্তু কেন এত বৃষ্টি হবে উত্তরবঙ্গে? আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস আসছে। আগামিদিনেও আসবে। সেই বাতাস দক্ষিণবঙ্গের উপর থেকে উত্তরবঙ্গে যাচ্ছে। প্রচুর পরিমাণে যাচ্ছে জলীয় বাষ্পও। তার জেরেই রবিবার পর্যন্ত ভাসবে উত্তরবঙ্গ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/7আজ (১১ মে): দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু'একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/7বৃহস্পতিবার (১২ মে): দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু'একটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/7শুক্রবার (১২ মে): সেদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বেশি থাকবে। দুই জেলার দু'একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/7শনিবার (১৩ মে): সেদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বেশি থাকবে। দুই জেলার দু'একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
7/7রবিবার (১৫ মে): দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু'একটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)