শেষ হয়ে গেল ২০২০ সালের ইউরো কাপের ‘রাউন্ড অফ ১৬’। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়েছে আটটি দল। আগামী শুক্রবার থেকে শুরু শেষ আটের লড়াই। কোন আট দল কোয়ার্টার ফাইনালে উঠল? কবে, কখন, কার বিরুদ্ধে খেলা আছে, তা দেখে নিন একনজরে (সব সময় ভারতীয় সময় অনুযায়ী এবং মধ্যরাত ১২ টা থেকে পরদিন ধরা হয়েছে)-
1/6EURO 2020: কোন কোন দল কোয়ার্টার-ফাইনালে উঠল? কবে, কখন, কার বিরুদ্ধে খেলা? (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/6কোন কোন আট দল উঠেছে? সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন এবং ইংল্যান্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)