G20 মিটিংয়ে বার বার সামনে আসছে ইউক্রেন সংকটের প্রসঙ্গ। কোনওভাবেই বিদেশমন্ত্রীরা একমত হতে পারলেন না। হল না যৌথ বিবৃতি।
1/5ইউক্রেন সংকট নিয়ে বিশ্বের একাধিক দেশের বিদেশমন্ত্রীরা কোনওভাবেই একমত হতে পারলেন না। জি২০এর বিদেশমন্ত্রীদের মিটিংয়ে এমন ছবিই সামনে এল। এই মিটিংয়ের আয়োজক দেশ ভারতের তরফে এনিয়ে নানা চেষ্টা করা হয়। কিন্তু তারপরেও কোনও সিদ্ধান্তে আসা যায়নি। ভারতের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। (ANI Photo) (PTI)
2/5একটি মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, ইউক্রেন সংকটের সঙ্গে সম্পর্কিত একাধিক ইস্যু ছিল। একাধিক কূটনীতিবিদ জানিয়েছেন, আমেরিকার নেতৃত্বে থাকা পশ্চিমী দুনিয়া ও রাশিয়া-চিন যৌথ শক্তির মধ্যে নানা বিষয়ে মতভেদ রয়েছে। এমনকী ইউক্রেন সংকটকে কেন্দ্র করে একেবারে মেরুকরণের পরিস্থিতি তৈরি হয়েছিল। (PTI Photo) (PTI)
3/5বিদেশমন্ত্রী জানিয়েছেন, একাধিক ইস্যু ছিল যেখানে চুক্তি সংক্রান্ত বিষয় ছিল। গ্লোবাল চ্যালেঞ্জ রয়েছে এমন বিষয়গুলিও আলোচনার মাধ্যমে উঠে এসেছে। (PTI Photo/Manvender Vashist Lav) (PTI)
4/5এর সঙ্গেই একটি তাৎপর্যপূর্ণ একটি বিষয় উঠে আসে এই বিদেশমন্ত্রীদের বৈঠকে। সেটি হল সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবশ্য় সকলেই একমত। সেই জঙ্গিবাদকে দমন করতে সমস্ত রাষ্ট্রই একমত।(PTI Photo/Manvender Vashist Lav) (PTI)
5/5এবার জি ২০মিটিংয়ে আয়োজক দেশ হল ভারতবর্ষ। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করেন। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে রাশিয়া এটাও জানিয়ে দিয়েছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট। (PTI Photo/Manvender Vashist Lav) (PTI)