Suparna Patra: 'রাহুল' অনিন্দ্যর মেয়ে রিমঝিমের মা'কে মনে আছে? এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধল ‘রিমা’ সুপর্ণা পাত্র। দেখুন বিয়ের ছবি-
1/6সদ্যই সাত পাক ঘুরেছেন রুশা চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীরা, ফের গাঁটছড়া বাঁধলেন আরও এক টেলি অভিনেত্রী। নতুন জীবনের পথে পা বাড়ালেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকের এই পরিচিত মুখ। (ছবি-প্রতীকি, সৌজন্যে-ইনস্টাগ্রাম)
2/6‘গাঁটছড়া’ সিরিয়ালের রিমাকে মনে আছে? রাহুলের সন্তান রিমঝিমের মায়ের ভূমিকায় অভিনয় করা সুপর্ণা পাত্র এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেন তাঁর মনের মানুষের সঙ্গে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6সুপর্ণার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানান টলিউড ইন্ডাস্ট্রির এই অভিজ্ঞ শিল্পী। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6প্রেম নিয়ে বরাবরই খুল্লমখুল্লা সুপর্ণা। দীর্ঘদিন ধরেই সমরজিতের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন সুপর্ণা, অবশেষে পরিণতি পেল দুজনের সম্পর্ক।
5/6বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে গা ভর্গি সোনার গয়না। বউয়ের সঙ্গে পোশাকে রং মিলান্তি চোখে পড়ল সমরজিতের। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন টলি পরিবারের সদস্যরা। গাঁটছড়ার পাশাপাশি খেলনা বাড়ি, কাঞ্চির মতো ধারাবাহিকে কাজ করেছেন সুপর্ণা। (ছবি-ইনস্টাগ্রাম)