ভারত বিশ্বের অন্যতম বড় সোনা আমদানিকারক দেশ। তাই ভারতের বাজারে সোনার দাম ওঠানামা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়েই। সোনার সঙ্গে মুদ্রাস্ফীতির যোগাযোগ রয়েছে। মুদ্রাস্ফীতি বেশি হলে সোনার দামও বাড়তে থাকে।
1/5১৯৪২ সালে যখন ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল, তখন ভারতে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৪৪ টাকা। মাত্র পাঁচবছর পর ১৯৪৭ সালে সেই দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।
2/5১৯৪৭ সালে ১০ কিলো সোনার দাম আজকের দিল্লি-মুম্বই রুটের বিমান টিকিটের দামের থেকে সস্তা ছিল! ভারতীয় পোস্ট গোল্ড কয়েন সার্ভিসের নথি অনুযায়ী, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা।
3/5স্বাধীনতার সাত দশক পরে ২০১৭ সালে ১০ গ্রাম সোনার দাম ৩০০ গুণেরও বেশি বেড়ে যায় ১৯৪৭ সালের তুলনায়। সেই সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ২৮,৫০০ টাকা। এই টাকায় ২০১৭ সালে দিল্লি-লন্ডন রিটার্ন টিকিট কাটা যেত।
4/5১৯৭০ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ১৮৪ টাকা। ১৯৮০ সালে সেই দাম ছিল ১৩৩০ টাকা। ১৯৯০ সালে সেই দাম বেড়ে হয় ৩২০০ টাকা। ২০০০ থেকে ২০১০-এর দশকে সোনার দাম ৪৪০০ টাকা থেকে বেড়ে ১৮৫০০ টাকা হয়।
5/5এইচডিএফসি সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ অগস্টে দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৫২,৯১৫। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১৭৮৯ ডলার।