জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির র... more
জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রিভাবা জাদেজা। সেই আসনে তাঁর জয় প্রায় নিশ্চিত। তবে এই কেন্দ্রে তাঁর লড়াই সহজ ছিল না। প্রথম থেকেই তাঁর পরিবারের সদস্যরা রিভাবার বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন। তবে জাদেজা পত্নীর বিধায়ক হওয়া প্রায় পাকা হয়ে গেল।
1/5জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রিভাবা জাদেজা। তিনি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। ৩ বছর আগে বিজেপিতে যোগ দেন রবীন্দ্র পত্নী রিভাবা। সেখানকার বিদায়ী বিধায়ক রাজ্যের মন্ত্রী ছিলেন। তাঁকে বিজেপিকে বসিয়ে রেখে টিকিট দেওয়া হল জাদেজার স্ত্রীকে। (ANI)
2/5এদিনে ভোটে জয় প্রায় নিশ্চিত হওয়ার পর সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘যারা আনন্দিত হয়ে আমাকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন, আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে পৌঁছে গিয়েছেন আমারা বার্তা নিয়ে - আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা শুধু আমার নয়, আমাদের সবার জয়।’ (ANI)
3/5এর আগে রিভাবার বিরুদ্ধে প্রচার করেছেন তাঁর ননদ নয়নবা জাদেজা ও শ্বশুরও। তাঁরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছেন ও রীতিমত ভিডিয়োতে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। (ANI)
4/5অবশ্য প্রথম থেকেই রিভাবার স্পষ্ট কথা ছিল, এটা আদর্শের লড়াই। পরিবারের মধ্যে কোনও বিভাজন নেই। যেই দলকে যে সমর্থন করে তাঁর হয়ে সে প্রচার করছে। পাশাপাশি তিনি ধারাবাহিক ভাবে এও বলে এসেছেন যে রবীন্দ্র জাদেজা তাঁর সঙ্গেই রয়েছেন। (ANI)
5/5মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা এর আগে রাজস্থানে কর্নি সেনার হয়ে কাজ করেছেন। তবে এই প্রথম সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হবে রিভাবার। এবং প্রথমবারের মতো ভোটের ময়দানে নেমেই জয়ের পথে ভারতীয় ক্রিকেটারের স্ত্রী। (ANI)