আগামী কয়েকদিনে পারদ চড়বে দক্ষিণবঙ্গে। তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফলের মাঝেই এই আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। দেখে নিন কবে কোথায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
1/6শনিবার রাত থেকে গাঙ্গেও দক্ষিণবঙ্গে কিছুটা গরম কমেছিল। তবে সোমবারের পর তাপমাত্রা ফের বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অবশ্য কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দেবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। (Sanjeev Gupta)
2/6আগামী ১৫ মে দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর ১৬ তারিখ দক্ষিণবঙ্গের ৭ জেলায় তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ দেখা দিতে পারে। এই সাত জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Sanjeev Gupta)
3/6আগামী ১৭ থেকে ২২ মে-এর মধ্যে অন্তত দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের বুলেটিন অনুয্য়ী, ১৬ তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে সেদিন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। এরপর ১৭ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী তিনদিতে গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। (Sanjeev Gupta)
4/6এদিকে কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই ক্ষীণ। এরপর আগামিকাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার, ১৬ তারিখ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেদিন। এরপর ১৭ তারিখ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। ১৮ ও ১৯ মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Sanjeev Gupta)
5/6তার আগে অবশ্য আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশেপাশের অঞ্চলেও। এরপর আগামিকালও হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উপকূলীয় পূর্ব মেদিনীপুরে। পরশু বৃষ্টি হতে পারে শুধুমাত্র দুই ২৪ পরগনায়। (Sanjeev Gupta)
6/6আগামী দু'দিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। এই আবহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড় মোখার প্রভাব পুরোপুরি কেটে গেলে এই সপ্তাহের শেষ ভাগে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। (Sanjeev Gupta)