HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > IND-W vs AUS-W 1st ODI: ব্যর্থ হল পূজা-জেমিমার লড়াই, অজিদের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়লেন হরমনপ্রীতরা

IND-W vs AUS-W 1st ODI: ব্যর্থ হল পূজা-জেমিমার লড়াই, অজিদের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়লেন হরমনপ্রীতরা

India vs Australia 1st Women's ODI Live Updates: ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। 

1/21 ভারতের ৮ উইকেটে ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ৪৬.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ২১ বলে বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় অস্ট্রেলিয়া। তালিয়া ম্যাকগ্রা ১১টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন। ১৩ বলে ৭ রান করে নট-আউট থাকেন অ্যাশলেই গার্ডনার। ম্যাচের সেরা হন এলিস পেরি। ছবি- এপি।
2/21 ৪১.২ ওভারে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেথ মুনি। ৪৭ বলে ৪২ রান করেন মুনি। তিনি ৪টি চার মারেন। অস্ট্রেলিয়া ২৫৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার। ছবি- পিটিআই।
3/21 ৩০.১ ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিচফিল্ড। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন অজি তারকা। অস্ট্রেলিয়া দলগত ১৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা। ছবি- টুইটার।
4/21 ২৫.৩ ওভারে দীপ্তি শর্মার বলে পূজা বস্ত্রকারের হাতে ধরা পড়েন এলিস পেরি। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭২ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন পেরি। অস্ট্রেলিয়া ১৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেথ মুনি। ছবি- এপি।
5/21 ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন লিচফিল্ড। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১২০ রান। পেরি ৬৭ ও লিচফিল্ড ৫০ রানে ব্যাট করছেন। ছবি- এপি।
6/21 ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এলিস পেরি। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮২ রান। ৪৮ বলে ২৯ রান করেছেন লিচফিল্ড। ছবি- পিটিআই।
7/21 ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলির উইকেট তুলে নেন রেনুকা সিং ঠাকুর। ০.৩ ওভারে রেনুকার বলে হিলির দুর্দান্ত ক্যাচ ধরেন স্নেহ রানা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি অজি তারকা। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে অস্ট্রেলিয়া। লিচফিল্ডের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন এলিস পেরি। ছবি- বিসিসিআই। 
8/21 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬২ রান করে নট-আউট থাকেন পূজা বস্ত্রকার। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৫ রান করেন রেনুকা সিং ঠাকুর। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২৮৩ রান। ছবি- পিটিআই।
9/21 ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন পূজা বস্ত্রকার। ৪৮.৪ ওভারে গার্ডনারের বলে ২ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন পূজা। ছবি- এসিসি।
10/21 ৪৬.৪ ওভারে অ্যাশলেই গার্ডনারের বলে তালিয়া ম্যাকগ্রার হাতে ধরা পড়েন জেমিমা রডরিগেজ। ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন জেমিমা। ভারত দলগত ২৫০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেনুকা সিং ঠাকুর। ছবি- এপি।
11/21 ৩৭.৪ ওভারে মেগান শুটের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্নেহ রানা। ৭ বলে ১ রান করেন তিনি। ভারত ১৮২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার। ছবি- পিটিআই।
12/21 ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন জেমিমা রডরিগেজ। ৩৭.১ ওভারে মেগান শুটের বলে ১ রান নিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান জেমিমা। ছবি- পিটিআই।
13/21 ৩৬.১ ওভারে জর্জিয়ার বলে অ্যালানা কিংয়ের হাতে ধরা পড়েন আমনজ্যোৎ কৌর। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২০ রান করেন তিনি। ভারত ১৭৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্নেহ রানা। ছবি- পিটিআই।
14/21 ২৬.২ ওভারে অ্যালানা কিংয়ের বলে লিচফিল্ডের হাতে ধরা পড়েন দীপ্তি শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২১ রান করেন তিনি। ভারত ১৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আমনজ্যোৎ কৌর। ছবি- বিসিসিআই।
15/21 নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন যস্তিকা ভাটিয়া। ১৯.৫ ওভারে জর্জিয়া ওারহ্যামের বলে মেগান শুটের হাতে ধরা পড়েন তিনি। ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন যস্তিকা। ভারত ৯৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। ছবি- পিটিআই।
16/21 ১২.৪ ওভারে অ্যাশলেই গার্ডনারের বলে ব্রাউনের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত কৌর। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৯ রান করেন তিনি। ভারত দলগত ৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ছবি- পিটিআই।
17/21 ৭.২ ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে তালিয়া ম্যাকগ্রার হাতে ধরা পড়েন রিচা ঘোষ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২১ রান করেন রিচা। ভারত দলগত ৪১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌর। ছবি হিন্দুস্তান টাইমস।
18/21 যস্তিকা ভাটিয়াকে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। তবে ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেননি শেফালি। ২.২ ওভারে ডার্সি ব্রাউনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শেফালি। ৫ বলে ১ রান করেন তিনি। ভারত দলগত ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ। ছবি- এপি।
19/21 ভারতের প্রথম একাদশ- হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), জেমিমা রডগিরেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, যস্তিকা ভাটিয়া, স্নেহ রানা, আমনজ্যোৎ কৌর, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, রেনুকা সিং ঠাকুর ও সাইকা ইশাক। স্মৃতি মন্ধনাকে ছাড়াই মাঠে নামে ভারত। ছবি- পিটিআই।
20/21 চলতি মাসেই ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন সাইকা ইশাক। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে অভিষেক হয় বাংলার তারকা ক্রিকেটারের। সাইকার হাতে ওয়ান ডে ক্যাপ তুলে দেন দীপ্তি শর্মা। ছবি- বিসিসিআই।
21/21 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জেতে ভারতের মহিলা ক্রিকেট দল। টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করতে হবে অস্ট্রেলিয়ার মেয়েদের। ছবি- বিসিসিআই।

Latest News

কেন পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস? জানুন মজার কিছু তথ্য ঝকঝকে কেরিয়ার, ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সেরা ৫টি IPL মরশুমে চোখ রাখুন CBSE পরীক্ষায় আরও নম্বর উঠত? দ্বাদশের আবেদন শেষের মুখে, শুরু হবে দশমের, কত টাকা? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ