HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > IND vs ENG 3rd Test Day 2: ঝোড়ো শতরান করে লড়াই জারি ডাকেটের, ভারতকে পালটা দিচ্ছে ইংল্যান্ড

IND vs ENG 3rd Test Day 2: ঝোড়ো শতরান করে লড়াই জারি ডাকেটের, ভারতকে পালটা দিচ্ছে ইংল্যান্ড

India vs England 3rd Test Day Two Live Score: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে ভারত। শতরান করেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। হাফ-সেঞ্চুরি করেন সরফরাজ খান। পালটা ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলে ইংল্যান্ড। আগ্রাসী শতরান করেন বেন ডাকেট।

1/21 ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করে। সেই সঙ্গে ৫ রান পেনাল্টি হিসেবে পেয়েছে ইংল্যান্ড। তারা সাকুল্যে ৩৫ ওভার ব্যাট করেছে। বেন ডাকেট ১৩৩ রানে ব্যাট করছেন। ১১৮ বলের আগ্রাসী ইনিংসে তিনি ২১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১৩ বলে ৯ রান করেছেন জো রুট। তিনি ১টি চার মেরেছেন। ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও সিরাজ। আপাতত ভারতের থেকে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। ছবি- এএফপি।
2/21 ২৯.৬ ওভারে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৫৫ বলে ৩৯ রান করেন পোপ। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ১৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট। ১১৯ রানে ব্যাট করছেন বেন ডাকেট। ছবি- রয়টার্স।
3/21 ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বেন ডাকেট। ২৬ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ১৪৩+৫ রান। ডাকেট ১০৬ রানে ব্যাট করছেন। ২০ রান করেছেন ওলি পোপ। ছবি- এপি।
4/21 ১৩.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রজত পতিদারের হাতে ধরা পড়েন জ্যাক ক্রলি। ২৮ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ইংল্যান্ড ৮৪+৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ। ক্রলিকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন অশ্বিন। ছবি- এএনআই।
5/21 ১১টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেন ডাকেট। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৬২+৫ রান। ডাকেট ৫০ ও জ্যাক ক্রলি ১১ রানে ব্যাট করছেন। ছবি- এএফপি। 
6/21 ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। সুতরাং, পেনাল্টির ৫ রান মিলিয়ে ইংল্যান্ডের খাতায় রয়েছে ৫৪ রান। বেন ডাকেট ৪১ রানে ব্যাট করছেন। ৭ রান করেছেন জ্যাক ক্রলি। ছবি- রয়টার্স।
7/21 ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৬ রান তুলেছে। পেনাল্টির ৫ রান মিলিয়ে ইংল্যান্ডের খাতায় রয়েছে ৩১ রান। তারা ৬ ওভার ব্যাট করেছে। জ্যাক ক্রলি ৬ ও বেন ডাকেট ১৯ রানে ব্যাট করছেন। ছবি- এএফপি।
8/21 ১৩০.৫ ওভারে মার্ক উডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরাহ। ২৮ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল-আউট হয়ে যায়। ২১ বলে ৩ রান করে নট-আউট থাকেন মহম্মদ সিরাজ। মার্ক উড ১১৪ রানে ৪ উইকেট দখল করেন। ৮৫ রানে ২টি উইকেট নেন রেহান আহমেদ। ১টি করে উইকেট নেন অ্যান্ডারসন, টম হার্টলি ও জো রুট। ছবি- রয়টার্স।
9/21 ১২৩.৫ ওভারে রেহান আহমেদের বলে উইকেটকিপার বেন ফোকসের দস্তানায় ধরা পড়েন ধ্রুব জুরেল। ১০৪ বলে ৪৬ রান করেন তিনি। অর্থাৎ, অভিষেক টেস্ট ইনিংসে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ধ্রুব। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ভারত প্রথম ইনিংসে ৪১৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ছবি- রয়টার্স।
10/21 ১১৯.৬ ওভারে রেহান আহমেদের বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৮৯ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ৬টি চার। ভারত ৪০৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ। ছবি- রয়টার্স।
11/21 দ্বিতীয়বার জীবনদান পেলেন ধ্রুব জুরেল। ১১৭.৬ ওভারে মার্ক উডের বলে জুরেলের ক্যাচ ছাড়েন বেন স্টোকস। ধ্রুব তখনও ৩২ রানে ব্যাট করছিলেন। ভারতের স্কোর ৭ উইকেটে ৪০১ রান। ছবি- রয়টার্স। 
12/21 ১১৭তম ওভারে ভারত দলগত ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ৪০০ রান। অশ্বিন ৩৬ ও জুরেল ৩২ রানে ব্যাট করছেন। অশ্বিন ৬টি চার মেরেছেন। ছবি- এপি।
13/21 ১১৪.৫ ওভারে টম হার্টলির বলে ধ্রুব জুরেলের সহজ ক্যাচ ছাড়েন ওলি পোপ। জুরেল তখন ৩২ রানে ব্যাট করছিলেন। ১১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৯৪ রান। অশ্বিন ব্যাট করছেন ৩০ রানে। ছবি- পিটিআই।
14/21 দ্বিতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৮৮ রান তুলেছে। তারা সাকুল্যে ১১৩ ওভার ব্যাট করেছে। রবিচন্দ্রন অশ্বিন ৬৪ বলে ২৫ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ৭১ বলে ২১ রান করেছেন ধ্রুব জুরেল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ছবি- এপি। 
15/21 প্রথম দিনে রবীন্দ্র জাদেজা ও দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন পিচের ডেঞ্জার জোন দিয়ে দৌড়নোয় শাস্তি পেতে হয় ভারতীয় দলকে। আম্পায়ার পেনাল্টি হিসেবে ৫ রান উপহার দেন ইংল্যান্ডকে। অর্থাৎ, ব্যাট করতে না নেমেই পাঁচ রান পেয়ে যায় ইংল্যান্ড। ছবি- টুইটার।
16/21 ১০০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৫৩ রান। রবিচন্দ্রন অশ্বিন ৩১ বলে ১২ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ১০ রান করেছেন ধ্রুব জুরেল। ছবি- রয়টার্স।
17/21 ৯০.৫ ওভারে জো রুটের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। ২২৫ বলে ১১২ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ২টি ছক্কা। ভারত ৩৩১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি- এএনআই।
18/21 দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়ে বসেন কুলদীপ যাদব। ৮৯.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে কিপার বেন ফোকসের দস্তানায় ধরা পড়েন তিনি। ২৪ বলে ৪ রান করেন কুলদীপ। ভারত প্রথম ইনিংসে ৩৩১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেককারী ধ্রুব জুরেল। জাদেজা ১১২ রানে ব্যাট করছেন। ছবি- রয়টার্স।
19/21 রাজকোটের এই ম্যাচে সরফরাজ খানের সঙ্গে টেস্ট অভিষেক হয় উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলের। সরফরাজ অভিষেক টেস্ট ইনিংসেই চোখ ধাঁধানো ব্যাটিং করেন। দ্বিতীয় দিনে ধ্রুব জুরেল কেমন ব্যাট করেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য ব্যাট হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরতে পারেননি বলেই বাদ পড়তে হয় উইকেটকিপার কেএস ভরতকে। তাঁর জায়গায় দলে ঢোকেন জুরেল। ছবি- এপি।
20/21 প্রথম দিনে ইংল্যান্ডের হয়ে ৬৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন মার্ক উড। ৮১ রানে ১টি উইকেট নেন টম হার্টলি। উইকেট পাননি জেমস অ্যান্ডারসন, জো রুট ও রেহান আহমেদ। ছবি- এএনআই। 
21/21 রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৬ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩২৬ রান তোলে। রবীন্দ্র জাদেজা ১১০ রানে নট-আউট থাকেন। ২১২ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া রোহিত শর্মা করেন ১৩১ রান। ১৯৬ বলের ইনিংসে তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন। সরফরাজ খান করেন ৬৬ বলে ৬২ রান। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। ছবি- এএনআই।

Latest News

মহারাষ্ট্রের চন্দ্রপুরে ফের বাঘে খেল মানুষ,চলতি বছরে নবম ঘটনা স্বাতীকাণ্ডে মুখে কুলুপ কেজরিওয়ালের, পালটা বিজেপিকে আক্রমণ সঞ্জয় সিংয়ের পুরুলিয়ার ময়দানে নরেন্দ্র মোদীর সভায় আপত্তি জেলা প্রশাসনের, মাঠ বদল করল BJP ফুচকা, সিঙাড়া পরিবেশন করা হল হোয়াইট হাউসের অনুষ্ঠানে, বাজল সারে জাঁহা সে আচ্ছা ‘পুলিশকে স্টেটমেন্ট দিয়েছি, বিজেপিকে আবেদন রাজনীতি করবেন না’, মুখ খুললেন স্বাতী মুম্বইতে হোর্ডিং বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার মালিক, প্রাণ গিয়েছে ১৬জনের বৃষ্টির জেরে SRH-GT ম্যাচ ভাসলে,প্লে-অফ নিশ্চিত হবে কামিন্সদের,চাপ হবে CSK-RCB-র জামিনে মুক্তি পেয়েই বিধানসভায় হাজির জীবনকৃষ্ণ সাহা, যোগ দিলেন দুটি বৈঠকে কথা-AV'র টানটান রসায়নেই কেল্লাফতে! ‘সাহেবদাকে পেয়ে আমি লাকি’, বলেছেন সুস্মিতা 'মমতা বন্দ্যোপাধ্য়ায় তুমি কত টাকায় বিক্রি হও?' অভিজিতের কথা টেনে খেললেন দেবাংশু

Latest IPL News

নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ