বাংলা নিউজ > ছবিঘর > Japan's moon mission: জোরে হাওয়া, তৃতীয়বার পিছোল জাপানের চন্দ্রযানের লঞ্চ, ভারতকে ছুঁতে পারছে না এখনই

Japan's moon mission: জোরে হাওয়া, তৃতীয়বার পিছোল জাপানের চন্দ্রযানের লঞ্চ, ভারতকে ছুঁতে পারছে না এখনই

Japan's moon mission: জোরে হাওয়া দিচ্ছিল। সেজন্য তৃতীয়বার পিছিয়ে গেল জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। জাপানের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় কাছাকাছি সময় সেই সিদ্ধান্ত নিতে হয়। যে চন্দ্রযানের উৎক্ষেপণ আগেও দু'বার পিছিয়ে গিয়েছে।