বাংলা নিউজ >
ছবিঘর > Mobile Phone Price could be impacted: বাজেটের আগেই বড় সিদ্ধান্ত সরকারের, কমতে পারে ভারতে তৈরি মোবাইলের দাম
Mobile Phone Price could be impacted: বাজেটের আগেই বড় সিদ্ধান্ত সরকারের, কমতে পারে ভারতে তৈরি মোবাইলের দাম Updated: 31 Jan 2024, 04:42 PM IST Abhijit Chowdhury ১ ফেব্রুয়ারি পেশ হবে অন্তর্তবর্তীকালীন বাজেট। তবে তার আগেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে কমতে পারে দেশে তৈরি হওয়া মোবাইল ফোনের দাম। রিপোর্ট অনুযায়ী, মোবাইল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক কমানো হয়েছে। এর ফলে ভারতে মোবাইল তৈরির খরচ কমতে চলেছে। 1/5 আমদানিকারক দেশের বদলে ভারত রফতানিকারক দেশ হওয়ার দিকে ঝুঁকছে। এই আবহে স্যামসাং থেকে শুরু করে অ্যাপলের আইফোন যাতে ভারতেই তৈরি হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করছে সরকার। আর এসবের মাঝে এবার কেন্দ্র ঘোষণা করল, মোবাইল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক কমানো হয়েছে। এর ফলে ভারতে মোবাইল তৈরির খরচ কমতে চলেছে। যার ফলে দাম কমতে পারে মোবাইলের। 2/5 রিপোর্টে জানানো হয়েছে, আগে মোবাইল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক ১৫ শতাংশ হারে ধার্য করা হত। সেই শুল্ক কমিয়ে এবার ১০ শতাংশ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সরকার। এক ধাক্কায় মোবাইল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক ৫ শতাংশ কমায় গ্রাহক এবং মোবাইল প্রস্তুতকারকরা উপকৃত হতে পারেন। 3/5 জানা গিয়েছে, ব্যাটারি কভার, লেনস, ব্যাক কভার, অ্যান্টেনা, সিম সকেট এবং প্লাস্টিক ও মেটালের তৈরি একাধিক মোবাইল পার্টসের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাজেটের আগে সরকারের এই সিদ্ধান্ত দেশের মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির জন্য বড় সুখবর। 4/5 ভারতীয় সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্র এই বিষয়ে বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। ভারতে মোবাইল তৈরির বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। এতে ভারতের বাজারে আমূল পরিবর্তন আসবে। বিশ্বের ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক হাবে পরিণত হবে ভারত।' 5/5 চিন ছাড়া ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো মোবাইল প্রস্তুতকারক দেশের সঙ্গে ভারতকে টেক্কা দিতে সাহায্য করবে এই নয়া পদক্ষেপ। চিনে মোবাইল তৈরির খরচ কম বলেই এখন এই বাজারে রমরমা তাদের। ভারতেও যদি মোবাইল তৈরির খরচ কমে তাহলে সেই বাজার চিন থেকে ভারতে চলে আসতেই পারে বলে আশআ বিশেষজ্ঞদের।