কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবারও জ্বালানির উপর ধার্য উইন্ডফল ট্যাক্সে পরিবর্তন করেছে। শনিবার সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, অশোধিত জ্বালানি, ডিজেল এবং জেট ফুয়েলের (এটিএফ) উপর উইন্ডফল ট্যাক্সের নতুন হার জারি করা হয়েছে।
1/5সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেশীয় অপরিশোধিত তেল উৎপাদনের ওপর কর সংশোধন করা হয়েছে। এখন প্রতি টন অশোধিত জ্বালানির রপ্তানির উপর ৪৩৫০ হাজার টাকার পরিবর্তে ৪৪০০ হাজার টাকা কর ধার্য করা হবে। এদিকে জেট ফুয়েলের ওপর রপ্তানি কর অপরিবর্তিত রাখা হয়েছে।
2/5ডিজেল রপ্তানির ক্ষেত্রে সরকার উইন্ডফল শুল্ক প্রতি লিটারে কমিয়ে আড়াই টাকা থেকে কমিয়ে ৫০ পয়সা করা হয়েছে। এদিকে নয়া বিজ্ঞপ্তি অনুসারে জেট বিমানের জ্বালানির রপ্তানির ওপর কোনও উইন্ডফল শুল্ক ধার্য করা হয়নি। এর আগে এটিএফ বা জেট জ্বালানি রপ্তানির ক্ষেত্রে দেড় টাকা কর ধার্য করা হত। নতুন আদেশ আজ শনিবার থেকেই কার্যকর করা হবে।
3/5প্রসঙ্গত, নির্দিষ্ট পরিস্থিতিতে লাভবান কোম্পানিগুলির উপর আরোপ করা হয় উইন্ডফল ট্যাক্স। ইউক্রেনে রাশিয়ার হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এতে অনেকটাই লাভবান হয়েছে তেল কোম্পানিগুলো। সেই সময় সরকার এই লাভ নিয়ন্ত্রণ করতে এবং দেশীয় বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উইন্ডফল ট্যাক্স আরোপ করে ছিল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উইন্ডফল ট্যাক্স কমানো হল।
4/5উল্লেখ্য, এর আগে ১৬ ফেব্রুয়ারি উইন্ডফল ট্যাক্সে কাটছাঁট করা হয়েছিল। এবার ফের একবার আজ থেকে উইন্ডফল ট্যাক্স কমানো হল। গতবছরের জুলাইয়ের পর এই প্রথমবারের মতো এটিএফ রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স কমিয়ে শূন্য করা হল। এদিকে সরকারের এই সিদ্ধান্তে আমজনতা সরাসরি লাভবান হবেন না।
5/5ভারতে প্রথমবারের মতো উইন্ডফল ট্যাক্স জারি করা হয়েছিল গতবছর ১ জুলাই। জ্বালানির উপর উইন্ডফল ট্যাক্স লাগু করার পর থেকে সাধারণত প্রতি ২ সপ্তাহ অন্তর তা পর্যালোচনা করে সরকার। সম্প্রতি পর্যালোচনার পর ঘরোয়া ভাবে উৎপাদিত তেলের রপ্তানির ওপর পরপর দ্বিতীয়বার কর কমানো হয়েছে।