সিকিমে ভারী তুষারপাতে আটকে পড়েন প্রায় ৪০০ পর্যটক। আটকে পড়া সেই পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে বিশেষ অভিযান চালায় সেনা। টানা দু'দিনের প্রচেষ্টায় অবশেষে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করেন সেনা জওয়ানরা। রবিবার রাতে পর্যটকদের উদ্ধার করার অভিযান শেষ হয়।
1/4ভারতীয় সেনা ও সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১১ মার্চ শনিবার বিকেলে আচমকা পূর্ব সিকিমে ভারী তুষারপাত হয়। পরে তুষার ঝড় ওঠে। সেই সময় নাথুলা ও ছাঙ্গু লেকে আটকে পড়েন প্রায় ৪০০ পর্যটক। পর্যটকবাহী প্রায় ১০০টি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না সেখান থেকে। (PTI)
2/4পরে উদ্ধারকাজে নামে সেনা। সেনার ত্রিশক্তি কোরের জওয়ানরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে উদ্ধার অভিযান চালু করে। অভিযানের নাম দেওয়া হয় - 'অপারেশন হিমারত'। শনিবার মাঝরাতে উদ্ধারকাজে নামে সেনাবাহিনী। রবিবার রাতে শেষ হয় অভিযান। তুষারপাতে আটকে পড়া সকল পর্যটককেই উদ্ধার করা সম্ভব হয়। (PTI)
3/4জানা যায়, পর্যটকদের আটকে পড়ার খবর পেয়েই শিলিগুড়ি সংলগ্ন সুকনা সেনা হেড কোয়ার্টার ও সিকিমের গ্যাংটক থেকে রওনা দেয় সেনার বিশেষ দল। প্রথমে ৩৬০ জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে ১৭৮ জন পুরুষ, ১৪২ জন মহিলা এবং ৫০ জন শিশু ছিল। পরে আরও প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয় রবিবার রাতে। (PTI)
4/4পর্যটকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের খাবার, গরম কাপড়-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় সেনার তরফে। পরে বর্ডার রোড অর্গানাইজেশন তুষার সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। রবিবার মাঝরাতে থেকে বরফ সরানোর কাজ শুরু করে পর্যটকদের জন্য রাস্তা খুল দেওয়া হয়। আটকে পড়া গাড়িগুলিও গ্যাংটকে ফিরে আসে। (PTI)