বাংলা নিউজ > ছবিঘর > Rail Minister's Letter: বরাদ্দ ১২ হাজার কোটি, মিলেছে অনুমোদন, তাও বাংলায় আটকে ৬১টি রেল প্রকল্প, মমতাকে চিঠি বৈষ্ণবের

Rail Minister's Letter: বরাদ্দ ১২ হাজার কোটি, মিলেছে অনুমোদন, তাও বাংলায় আটকে ৬১টি রেল প্রকল্প, মমতাকে চিঠি বৈষ্ণবের

বাংলায় কোটি কোটি টাকার একগুচ্ছ রেল প্রল্পের অনুমোদন মিলেছে কেন্দ্রের তরফে থেকে। তবে রাজ্যে জমি অধিগ্রহণের সমস্যার কারণে সেই সময় প্রকল্প থমকে রয়েছে। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের তরফে জানানো হয়েছে, মোট ৬১টি প্রকল্প জমি সমস্যায় আটকে।