মরু শহর দুবাইয়ের সমুদ্র সৈকতে জমে উঠল রাজ-শুভশ্রীর রোম্যান্স।রাজের গালে চুমু খেলেন শুভশ্রী।
1/6গত সপ্তাহেই বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ায় মা হতে যাবার সুখবরটা শেয়ার করেছিলেন শুভশ্রী। এবার মরু শহর দুবাইয়ের সমুদ্র সৈকতে জমে উঠল রাজ-শুভশ্রীর রোম্যান্স। ভাবছেন লকডাউনে কীভাবে দুবাই পৌঁছে গেলেন এই দম্পতি? (ছবি-ইনস্টাগ্রাম)
2/6না মশাই এই ছবি গুলো গত বছর মে মাসের। যখন বিবাহবার্ষিকী উদযাপন করতে দুবাই উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেই দুবাই ডায়রির অদেখা ছবিই সোমবার প্রকাশ্যে আনলেন পরিচালক রাজ চক্রবর্তী। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6এদিন শুভশ্রীও রাজের প্রতি নিজের ভালোবাসার কথা জানালেন। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে এই মিষ্টি ছবি তুলে ধরেছেন নায়িকা। লাল গোলাপ..আর দূরে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রীর মনের মানুষ। ক্যাপশনের লিখেছেন. 'মাই লাভ'। লাল গোলাপে রাজশ্রীর আদুরে আলাপ যে ভালোই জমে উঠেছে তা পরিষ্কার। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6হবু মায়ের সব আবদার, সব বায়না হাসি মুখে মেনে নিচ্ছেন রাজ। খুব খেয়াল রাখছেন শুভশ্রীর। দেখুন চেটেপুটে আমের আচারের স্বাদ নিচ্ছেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6গত সোমবার ইনস্টাগ্রামের দেওয়ালে শুভশ্রী লেখেন- 'আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি-'আমাদের হাত ধরার জন্য,আর ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য শীঘ্রই একজন আসছে। আমরা প্রেগন্যান্ট'!
6/6জানা গিয়েছে সেপ্টেম্বর নাগাদ রাজ-শুভশ্রীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এখন তাঁর আগমনের দিন গুনছেন টলিপাড়ার এই চর্চিত দম্পতি। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.