প্রকাশিত হল দেশের ধনীতম মহিলাদের তালিকা। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজিসের চেয়ারপারসন রোশনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নায়কার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার।
1/5এইচসিএল টেকনোলজিসের চেয়ারপারসন রোশনি নাদার মালহোত্রা ভারতের সবচেয়ে ধনী মহিলা হিসাবে তাঁর অবস্থান ধরে রেখেছেন। ২০২১ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ৫৪ শতাংশ বেড়েছে। সর্বশেষ পরিশংখ্যান অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৪,৩৩০ কোটি টাকা। (Bloomberg)
2/5বুধবার প্রকাশিত কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং-হুরুন তালিকা অনুসারে ফাল্গুনী নায়ার দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায়। তিনি প্রায় এক দশক আগে সৌন্দর্য ব্র্যান্ড Nykaa শুরু করেছিলেন। এই কাজের জন্য তিনি তাঁর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ক্যারিয়ার ছেড়েছিলেন। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৭,৫২০ কোটি টাকা। তিনি স্ব-নির্মিত সবচেয়ে ধনী মহিলা। (Bloomberg)
3/5৫৯ বছর বয়সি ফাল্গুনী নায়ার এই বছরে তাঁর সম্পদে ৯৬৩ শতাংশ বৃদ্ধি দেখেছেন। এবং সামগ্রিকভাবে দ্বিতীয় ধনী মহিলাও হয়েছেন তিনি। ৪০ বছর বয়সি রোশনি মালহোত্রা একমাত্র তাঁকে পিছনে ফেলেছেন। রোশনি এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদারের কন্যা। (Bloomberg)
4/5এদিকে বায়োকনের কিরণ মজুমদার শ’র সম্পত্তির পরিমাণ ২১ শতাংশ পতন হয়েছে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৯,০৩০ কোটি টাকা। তিনি দেশের তৃতীয় ধনীতম মহিলা। (Bloomberg)
5/5কোটাক প্রাইভেট ব্যাঙ্কিং-হুরুন তালিকায় মোট ১০০ ভারতীয় ধনী মহিলার নাম রয়েছে। এই ১০০ মহিলার মোট সম্পত্তির পরিমাণ ৪.১৬ লক্ষ কোটি টাকা। ভারতের নমিনাল জিডিপিতে এই ১০০ জনের অবদান ২ শতাংশ। গতবছরের তুলনায় প্রথম ১০০ থাকা ধনীতম মহিলাদের সম্পত্তির পরিমাণ মোট ৫৩ শতাংশ বেড়েছে। (Bloomberg)