3/9না, নিজের জীবনসঙ্গী হিসাবে রুপোলি জগতের কোনও মানুষকে বেছে নেননি ৩৫ বছরের এই তারকা। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কাজল আগরওয়াল।
4/9চলতি মাসের ৩০ তারিখেই গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। এই জুটির বিয়ের আসর বসবে মুম্বইয়ে। তবে করোনা পরিস্থিতির জন্য ঘটা করে কোনও অনুষ্ঠান হচ্ছে না। কেবলমাত্র দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে- কাজল ও গৌতমের।
5/9টুইটারের দেওয়ালে এই বার্তা পোস্ট করে কাজল জানান তিনি গর্বিত ও কৃতজ্ঞ তাঁর অনুরাগীদের কাছে তাঁর পথচলার সঙ্গী হওয়ার জন্য। আগামিদিনেও অভিনয়ের কাজ সমানভাবে চালিয়ে যাবেন তিনি, জানান কাজল। (ছবি-টুইটার)
6/9মুম্বইয়ের চার্চগেটের কাছে এক পাঁচতারা ভেন্যুতে বসবে গৌতম-কাজলের দু-দিন ব্যাপী বিয়ের আসর। গৌতমের ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
7/9কাজল-গৌতমের প্রেম সম্পর্ক নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও জানা গিয়েছে গত মাসেই আংটি বদল সেরে ফেলেছেন তাঁরা। আর দেরি না করে এবার বিয়ের পর্বটাও চুকিয়ে ফেললেছেন এই প্রেমিক জুটি।
8/9২০০৪ সালে ঐশ্বর্য-বিবেক জুটির ‘কিঁউ হো গায়া না’ ছবিতে সেকেন্ড লিড হিসাবে অভিনয় করেছিলেন কাজল। এটাই ছিল তাঁর অভিনয় কেরিয়ারের শুরু। এরপর দক্ষিণী ছবিতে মন দেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
9/9১৬ বছর ধরে ৫০টিরও বেশি তামিল, তেগুলু ছবিতে লিড নায়িকা হিসাবে অভিনয় করেছেন কাজল। বলিউড কেরিয়ারে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য মাইলস্টোন অজয়ের নায়িকা হিসাবে সিংহম- ছবিতে অভিনয়, এবং অক্ষয় কুমারের বিপরীতে ‘স্পেশ্যাল ২৬’। (ছবি-ইনস্টাগ্রাম)